ঝালকাঠি রাজাপুরে অসহায় বিধাবা বৃদ্ধা নারীকে রাতের আঁধারে হত্যার চেষ্টা
শংকর দাস পবন ( বার্তা সম্পাদক) ঝালকাঠি
ঝালকাঠি রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়ন কানুনিয়া গ্রামে ঘটে গেছে এক মর্মান্তিক ও বেদনাদায়ক ঘটনা।
বানিয়াবাড়ি এলাকার বাসিন্দা প্রায় ৭৫ বছর বয়সী অসহায় বৃদ্ধা নারী বিভারানী বেপারী স্বামী মৃত অনীল বেপারী কে রাতের আঁধারে নির্মমভাবে মারধর করে হত্যার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১ জুলাই) গভীর রাতে এ হামলার ঘটনা ঘটে। বিভা রানী বেপারী নিজ বাড়িতে একা থাকতেন। রাতের নীরবতার সুযোগে অজ্ঞাত দুষ্কৃতকারীরা বাড়িতে প্রবেশ করে তাকে রক্তাক্ত জখম করে। তার ডাক চিৎকারে আশ পাশের লোক জন এগিয়ে এসে তাকে গুরুতর আহত অবস্হায় উদ্ধার করেন।ঘটনার পর এলাকা জুরে ব্যপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।এ বর্বরোচিত হামলার ঘটনার তীব্র নিন্দা জানান এবং দ্রুত তদন্তের মাধ্যমে জরিতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন এলাকা বাসী।