জাহারুল ইসলাম জীবন-এর পিতার ২য় মৃত্যুবার্ষিকী আজঃ নেক সন্তানের দোয়াই মৃত ব্যক্তির জন্য বড় অবলম্বন!
প্রধান বার্তা সম্পাদক- জাহারুল ইসলাম জীবন এর নিজেশ্ব
বিশেষ শোকাবহ নিউজ প্রতিবেদন।
দৈনিক "আজকের জনতার কথা"- পত্রিকার প্রধান বার্তা সম্পাদক জাহারুল ইসলাম জীবন-এর পিতা জাহান আলী-র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ! ৩রা জুলাই-২০২৩ ইং সালের এই দিনে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এই শোকাবহ দিনে তিনার পরিবারের সদস্যরা প্রয়াত পিতার রুহ ও আত্নার মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন।
জাহারুল ইসলাম জীবন জানান, তিনার প্রয়াত পিতা ২০২৩ সালে ২৪ দিন খুলনার আবু নাসের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। উন্নত চিকিৎসার জন্য তিনার পিতাকে আদ্-দ্বীন হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে কিডনি ডায়ালাইসিসের শেষ মুহূর্তে বড় ধরনের কার্ডিয়াক অ্যাটাকে আক্রান্ত হয়ে আসর ও মাগরিব নামাজের মধ্যবর্তী সময়ে তিনার পিতা ইন্তেকাল করেন।
কোরআন ও হাদিসের আলোকে মৃত ব্যক্তির জন্য দোয়া ও ক্ষমা প্রার্থনার গুরুত্বঃ-
ইসলামে মৃত ব্যক্তির জন্য দোয়া করা অত্যন্ত পুণ্যের কাজ। পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বলেছেনঃ- "আর যারা তাদের পরে এসেছে তারা বলে, হে আমাদের প্রতিপালক! আমাদেরকে এবং আমাদের পূর্বে যারা ঈমান এনেছে তাদের ক্ষমা করুন এবং আমাদের অন্তরে মুমিনদের প্রতি কোনো বিদ্বেষ রাখবেন না। হে আমাদের প্রতিপালক! নিশ্চয় আপনি অতিশয় দয়ালু, পরম করুণাময়।" (সূরা হাশর, ৫৯:১০)। এই আয়াতে আল্লাহ তায়ালা মৃত মুমিনদের জন্য দোয়া করার নির্দেশ দিয়েছেন।
রাসুলুল্লাহ (সা.) নিজেও মৃত ব্যক্তির জন্য বিশেষভাবে দোয়া করতেন এবং তাঁর উম্মতকেও এর গুরুত্ব দিয়েছেন। হাদিসে এসেছে, আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেনঃ- "যখন কোনো ব্যক্তি মারা যায়, তখন তার সব আমল বন্ধ হয়ে যায়, তিনটি ব্যতীত: ১. সদকায়ে জারিয়া (প্রবহমান দান), ২. এমন জ্ঞান যা দ্বারা উপকার লাভ করা যায় এবং ৩. এমন নেক সন্তান যে তার জন্য দোয়া করে।" (সহীহ মুসলিম)। এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় যে, নেক সন্তানের দোয়া মৃত ব্যক্তির জন্য কতটা ফলপ্রসূ। এটি তাদের জান্নাতের পথ সুগম করতে সাহায্য করে।
মৃত্যু'- আল্লাহ তায়ালার এক অমোঘ বিধান। প্রতিটি প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বলেনঃ "প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আর কিয়ামতের দিন তোমাদেরকে তোমাদের কর্মফল পূর্ণ করে দেওয়া হবে। যে আগুন থেকে দূরে থাকবে এবং জান্নাতে প্রবেশ করবে, সেই সফল। আর দুনিয়ার জীবন ছলনাময় ভোগ ব্যতীত আর কিছু নয়।" (সূরা আলে ইমরান, ৩:১৮৫)। এই আয়াত আমাদেরকে মৃত্যুর অনিবার্যতা এবং পরকালের জীবনের জন্য প্রস্তুত থাকার কথা স্মরণ করিয়ে দেয়।
জাহারুল ইসলাম জীবন তিনার পিতার জন্য মহান আল্লাহ তায়ালার কাছে আর্জি ও ফরিয়াদ জানিয়েছেন, আল্লাহ পাক যেন তিনার পিতার প্রতি সদয় আচরণসহ বেহেশতি মেহমান হিসেবে কবুল ও মঞ্জুর করেন এবং পিতার কবরকে যেন জান্নাতুল ফেরদৌসের বাগিচায় পরিণত করে দয়াল নবীজি রাসুল পাক (সা.)-এর পবিত্র রওজা মোবারকের সঙ্গে সংযুক্ত করে দেন।
দৈনিক আজকের জনতার কথা পত্রিকা পরিবারের পক্ষ থেকে মহান আল্লাহ্ পাকের দরবারে তিনার মরহুম পিতার আত্মার মাগফিরাত কামনা করছি এবং তিনার পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আল্লাহ তায়ালা যেন তিনার পিতাকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করেন- আমিন।