ঝালকাঠি জেলা প্রশাসক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার সহায়তায় আমেনা খাতুন পেল আর্থিক সহযোগিতা
বাদল চন্দ্র ধর, ঝালকাঠি সদর,
রোদ অথবা বৃষ্টিতে মাথা গোঁজার ঠাই থাকেনা
ঝালকাঠি সদর উপজেলার অসহায় বৃদ্ধ বিধবা আমেনা খাতুনের। তার পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন মাননীয় জেলা প্রশাসক জনাব আশরাফুর রহমান ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন।
ঝালকাঠি জেলা প্রশাসনের পক্ষ থেকে বুধবার (২ জুলাই) দুপুর ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ে আমেনা খাতুন কে নগদ ১০ হাজার টাকা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ ৬ হাজার টাকা ও দুই বান ঢেউ টিন দেওয়া হয়েছে।
একই দিনে ঢাকার সাংবাদিকদের একটি স্বেচ্ছাসেবী সংগঠন সঙ্গে আছি ফাউন্ডেশনের পক্ষ থেকে ১০ হাজার টাকা দেওয়া হয়েছে। এভাবেই মানবতা বেঁচে থাকুক।