💔👁️অপ্রাপ্তির আর্তনাদ👁️💔
✍️প্রধান বার্তা সম্পাদক- জাহারুল ইসলাম জীবন।
👁️🗨️- হৃদয়ের কোণে জমে অপ্রাপ্তির দীর্ঘশ্বাস,
স্বপ্ন ছিল রঙীন, আজ শুধু ধূসর আভাস।
মিছে আশা, মিছে মরীচিকা, মায়ার বাঁধন,
বাস্তবের কঠিন ছোবলে ভেঙে যায় মন।
বাঁধনের মায়াজাল ছিঁড়ে যায় অবহেলে,
প্রতারণার তপ্ত ছায়ায় হৃদয় মরে জ্বলে।
অগণিত চাহিদার অসীম প্রান্তরে আজ,
নিঃস্বতা কুঁড়ে খায়, কোথায় সে আলোর সাঁঝ?
বঞ্চিত সত্তা কাঁদে, ক্ষতবিক্ষত প্রাণ,
সম্পদের রূঢ় খেলায় মরুরত এই দান।
কে দেবে সান্ত্বনা, কে দেবে মমতার পরশ?
মানবতা আজ যেন বিষাক্ত, নির্মম রস।
চারিদিকে শুধু স্বার্থের কঠিন খেলা,
দেখেও নির্বাক সকলে, এ কেমন বেলা!
ধার্মিকের মুখোশে লুকানো হিংস্রতা,
ঈমানের নামে চলে রসনার নির্মমতা।💦