আজ শুভ রথযাত্রা: ভক্তদের ঢল, ধর্মীয় উৎসবে মুখর সিলেটের মন্দির প্রাঙ্গণ
প্রকাশিত: শুক্রবার, ২৭ জুন ২০২৫
স্টাফ রিপোর্টার: অমিত তালুকদার।
আজ সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা সারাদেশে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হচ্ছে। আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে প্রতি বছর এই রথযাত্রা অনুষ্ঠিত হয়, যা জগন্নাথ, বলরাম ও সুভদ্রা দেবীর পুরীধামের গুণগান করে।
সিলেটের ইসকন মন্দির ছাড়াও ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, দিনাজপুরসহ দেশের বিভিন্ন স্থানে রথযাত্রা উপলক্ষে আয়োজিত হয়েছে ধর্মীয় শোভাযাত্রা, পূজা, প্রসাদ বিতরণ ও নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। সকাল থেকেই মন্দির চত্বর ও আশপাশের এলাকা ভক্তদের ঢলে মুখরিত হয়ে ওঠে।
বিশেষ শোভাযাত্রায় অংশগ্রহণকারী ভক্তরা জগন্নাথ দেবের রথ টেনে নেন কীর্তন ও শঙ্খধ্বনির মধ্য দিয়ে। সনাতন ধর্মের অনুসারীরা বিশ্বাস করেন, এই রথ টানলে পুণ্য লাভ হয় এবং জীবনের পাপ ধুয়ে যায়।
রথযাত্রা কেন্দ্র করে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। মোতায়েন করা হয়েছে পর্যাপ্ত পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবক বাহিনী। মন্দির চত্বর ও মেলার স্থানে স্থাপন করা হয়েছে সিসিটিভি ক্যামেরা ও পর্যবেক্ষণ বুথ।
সনাতন ধর্মীয় নেতৃবৃন্দ বলেন, “রথযাত্রা একাধারে ভক্তি, নৈতিকতা এবং মানবিক মূল্যবোধ জাগরণের উৎসব। এটি জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের মাঝে সৌহার্দ্য এবং সহমর্মিতার বার্তা দেয়।”
আগামী সপ্তাহে অনুষ্ঠিত হবে উল্টো রথযাত্রা, যা এই উৎসবের সমাপ্তি ঘটাবে।