1. shahinsalman99@gmail.com : দৈনিক আজকের জনতার কথা : দৈনিক আজকের জনতার কথা
  2. info@www.dainikajkerjanatarkotha.online : দৈনিক আজকের জনতার কথা :
রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে ডিলারের বিরুদ্ধে সার চুরি ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগ রাজশাহী ৩ আসনে লিফলেট বিতরণে ব্যস্ত সময় পার করছেন ইকবাল হোসেন কুড়াখাল ও মগপুস্কুরিনীকে মডেল গ্রাম গড়ার উদ্যোগ খানজাহান আলী থানার ১টি ওয়ার্ড ও ২টি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত দুর্গাপূজা উপলক্ষে সরাইলে প্রস্তুতি সভা ৫২টি মন্দিরে পূজা অনুষ্ঠিত হবে ১৫ বছর পর সম্মেলনে ফখরুলের হুঁশিয়ারি: যে নেতার নামে স্লোগান হবে, সেই মাইনাস হবেন ফুলপুরে ইউনিয়ন কৃষক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত দুইটি শব্দ(কবিতা) পবা উপজেলার দর্শন পাড়া ইউনিয়ন রাষ্ট্র সংস্কারে ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামত এ রায়হানুল আলম রায়হান এর উঠান বৈঠক “ভাইরাল ছবিতে বিতর্কে স্কুল কমিটি সদস্য”

কচুক্ষেত থেকে নিঁখোজশিশুর লাশ উদ্ধার

আব্বাস উদ্দিন:বার্তা সম্পাদক ,ব্রাহ্মণবাড়িয়া
  • প্রকাশিত: শনিবার, ২১ জুন, ২০২৫
  • ৩২ বার পড়া হয়েছে

কচুক্ষেত থেকে নিঁখোজশিশুর লাশ উদ্ধার

আব্বাস উদ্দিন:বার্তা সম্পাদক ,ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা সৈয়দ টুলা গ্রামে নিখোঁজের একদিন পর কচুক্ষেত থেকে মো. রাহিম নামে এক শিশু লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার সৈয়দটুলা পশ্চিমপাড়া এলাকার জাফর খালেরপাড় থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। নিহত মো. রাহিম (১০) সৈয়দটুলা পশ্চিমপাড়া এলাকার আসাদ আলীর ছেলে।
জানা যায়, বৃহস্পতিবার (১৯ জুন) বিকেল থেকে শিশু রাহিম সৈয়দটুলা পশ্চিমপাড়ার বাড়ি থেকে নিখোঁজ হন। এরপর থেকে স্বজনেরা বিভিন্ন স্থানে শিশুটিকে খোঁজতে থাকেন। পরে শুক্রবার (২০ জুন) সকাল ১০টার দিকে স্থানীয়রা বাড়ির কাছে সৈয়দটুলা পশ্চিমপাড়া এলাকার জাফর খালেরপাড় কচুক্ষেতে শিশুটির মরদেহ দেখতে পান। পরে তারা শিশুটির স্বজন ও পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
শিশুটির পিতা আসাদ আলী জানান, তার স্ত্রীর সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হয়েছে বছর খানেক আগে। এরপর শিশুটি একই এলাকায় তার নানী বাড়িতে থাকতেন। শিশুটির মা জীবিকার সন্ধ্যানে ঢাকায় গার্মেন্টসে চাকরি করেন। সাত বছরের তার আরেক ছেলে রায়াত ও পিতার কাছে থাকতেন। তার ছেলেকে কারা কি কারণে হত্যা করে থাকতে পারে এ ব্যপারে তিনি কিছুই বলতে পারছেন না। তিনি আইন প্রয়োগকারী সংস্থার সহযোগিতা কামনা করে এ হত্যাকান্ডের বিচার দাবি করেন।
ঘটনা সম্পর্কে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওমি) মো. রফিকুল হাসান জানান, নিহত শিশুটির মুখ এবং নাক দিয়ে রক্ত বের হচ্ছিল। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে এটি একটি হত্যাকান্ড।আমরা বিষয়টি তদন্ত করছি। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্যে দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট