1. shahinsalman99@gmail.com : দৈনিক আজকের জনতার কথা : দৈনিক আজকের জনতার কথা
  2. info@www.dainikajkerjanatarkotha.online : দৈনিক আজকের জনতার কথা :
সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ৫২তম গ্রীষ্মকালীন ফুটবল (ছাত্র-ছাত্রী) ফাইনাল খেলা অনুষ্ঠিত রাজশাহীতে আন্তর্জাতিক সমবায় বর্ষ ২০২৫ উদযাপন: মোহনপুরে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত রাকসু নির্বাচনকে সুষ্ঠ করতে রাবির আইন-শৃঙ্খলা সভায় পুলিশ কমিশনার’র প্রত্যয় হাতেগড়া হাজারো সাংবাদিকের মাঝে বেঁচে আছেন আলতাফ হোসেন : মামুন-অর-রশিদ আমার হয়নি শোনা সাহিত্য আচার্য্য( স্বরচিত) ময়মনসিংহে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপনী অনুষ্ঠান কিশোরগঞ্জ-৫ আসনে এহসান কুফিয়ার নেতৃত্বে হাজারো মোটরসাইকেল শোভাযাত্রা টেকসই উন্নয়ন অভীষ্ঠ (এসডিজি)বাস্তবায়ন ও সমন্বয় সম্পর্কিত বিভাগীয় কমিটির সভা অনুষ্ঠিত সরাইলে মাসব্যপি টাইফয়েড টিকাদান কর্মসূচীর উদ্বোধন বাহরাইন থেকে ৬৫ লাখ টাকা নিয়ে পালিয়েছেন ফারুক বিপদে ৯০ বাংলাদেশি

ময়মনসিংহের আঞ্চলিক তথ্য অফিসের আয়োজনে নান্দাইলে সেমিনার অনুষ্ঠিত

মকবুল হোসেন, নিউজ এডিটর, ময়মনসিংহ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ৯৫ বার পড়া হয়েছে

ময়মনসিংহের আঞ্চলিক তথ্য অফিসের আয়োজনে নান্দাইলে সেমিনার অনুষ্ঠিত

মকবুল হোসেন, নিউজ এডিটর, ময়মনসিংহ

ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলায় আঞ্চলিক তথ্য অফিস, ময়মনসিংহের আয়োজনে ‘বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণে আমাদের করণীয়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। নান্দাইল উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে আজ ১৯জুন বৃহস্পতিবার দুপুরে এ সেমিনার অনুষ্ঠিত হয়
আঞ্চলিক তথ্য অফিস, ময়মনসিংহের উপপ্রধান তথ্য অফিসার মোঃ মনিরুজ্জামানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার। প্রধান অতিথি তাঁর বক্তব্যে নান্দাইল উপজেলায় এ ধরনের আয়োজনকে স্বাগত জানান এবং উপস্থিত অংশগ্রহণকারীদের উপস্থিতির জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ নির্মাণের তাৎপর্য এবং দেশের সর্বস্তরের জনগণের অংশগ্রহণেই এ ধরনের সমাজব্যবস্থা প্রতিষ্ঠা সম্ভব বলে মতপ্রকাশ করেন।
অনুষ্ঠানে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন বিভাগীয় জেলা তথ্য অফিস, ময়মনসিংহের পরিচালক মীর আকরাম উদ্দীন আহম্মদ। তার আলোচনায় উঠে আসে, দেশের প্রতিটি মানুষের প্রত্যাশা বৈষম্য ও ন্যায়ভিত্তিক সমাজ, যে সমাজ নির্মাণের স্বপ্নপূরণে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র তিন পর্যায়েই কাজ করতে হবে। কাঙ্খিত এ সমাজ নির্মাণে প্রয়োজন ব্যক্তিজীবনে সমতা, ন্যায়বোধ, মানবিকতা ও দায়িত্বশীলতার চর্চা, শিক্ষা, সচেতনতা, অর্থনৈতিক সুযোগের সমতা, পারস্পরিক সহনশীলতা ও সহযোগিতা, আইনের শাসন, ন্যায়বিচার, সংস্কৃতির সুস্থ বিকাশ, দায়িত্বশীল নেতৃত্ব, রাজনীতিতে স্বচ্ছতা ও জবাবদিহিতা।
সভাপতির বক্তব্যে উপপ্রধান তথ্য অফিসার বলেন, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় নিজ ধর্ম, পেশার প্রতি দায়িত্ব দেশের প্রতিটি নাগরিককে সততার সাথে পালন করতে হবে। সমাজ থেকে বৈষম্য নিরসন ও সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সরকারের পাশাপাশি দেশের সর্বস্তরের নাগরিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কাম্য। সেমিনারে মুক্ত আলোচনাপর্বে অংশগ্রহণ করে বক্তাগণ সমাজের বৈষম্য, দারিদ্র্য, অধিকারহীনতা ও বঞ্চনার বিভিন্ন দিক তুলে ধরেন এবং কার্যকর সমাধানের ব্যাপারে সুপারিশ করেন।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ক্যাডেট কলেজের প্রাক্তন সহযোগী অধ্যাপক মির্জা শাহাবুল হক। অন্যান্যদের মধ্যে নান্দাইল উপজেলার সুশীল সমাজের নেতৃবৃন্দ, শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা-কর্মচারিসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট