1. shahinsalman99@gmail.com : দৈনিক আজকের জনতার কথা : দৈনিক আজকের জনতার কথা
  2. info@www.dainikajkerjanatarkotha.online : দৈনিক আজকের জনতার কথা :
শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে ডিলারের বিরুদ্ধে সার চুরি ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগ রাজশাহী ৩ আসনে লিফলেট বিতরণে ব্যস্ত সময় পার করছেন ইকবাল হোসেন কুড়াখাল ও মগপুস্কুরিনীকে মডেল গ্রাম গড়ার উদ্যোগ খানজাহান আলী থানার ১টি ওয়ার্ড ও ২টি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত দুর্গাপূজা উপলক্ষে সরাইলে প্রস্তুতি সভা ৫২টি মন্দিরে পূজা অনুষ্ঠিত হবে ১৫ বছর পর সম্মেলনে ফখরুলের হুঁশিয়ারি: যে নেতার নামে স্লোগান হবে, সেই মাইনাস হবেন ফুলপুরে ইউনিয়ন কৃষক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত দুইটি শব্দ(কবিতা) পবা উপজেলার দর্শন পাড়া ইউনিয়ন রাষ্ট্র সংস্কারে ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামত এ রায়হানুল আলম রায়হান এর উঠান বৈঠক “ভাইরাল ছবিতে বিতর্কে স্কুল কমিটি সদস্য”

পাকুন্দিয়ায় ব্যবসায়ী শরীফ হত্যা মামলায় উত্তরা থেকে গ্রেপ্তার দুই আসামি

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি আল আমিন
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ৩০ বার পড়া হয়েছে

পাকুন্দিয়ায় ব্যবসায়ী শরীফ হত্যা মামলায় উত্তরা থেকে গ্রেপ্তার দুই আসামি

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি আল আমিন

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় প্রকাশ্যে ছুরিকাঘাতে নিহত ব্যবসায়ী শরীফ মিয়া (৩৯) হত্যা মামলায় পলাতক আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ জুন) দিবাগত রাতে ঢাকার দক্ষিণখান থানার ফায়দাবাদ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বুধবার (১৮ জুন) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন পাকুন্দিয়া থানার আওতাধীন আহুতিয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. ইউসুফ।

গ্রেপ্তারকৃতরা হলেন—পাকুন্দিয়ার সালুয়াদী গ্রামের জালাল উদ্দীনের ছেলে শান্ত মিয়া (২২) এবং একই এলাকার ইমাম হোসেন মোড়লের ছেলে জাহেদুল ইসলাম পরশ (১৯)। এর আগে ২৮ মে এ মামলার প্রধান আসামি ইমাম হোসেন মোড়লকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছিল।

নিহত শরীফ মিয়া একই এলাকার মৃত খায়রুজ্জামানের ছেলে। তিনি ‘হোসাইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ওয়ার্কশপ’ নামের একটি দোকানের মালিক ছিলেন।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াৎ হোসেন জানান, গ্রেপ্তারকৃতরা ফায়দাবাদ এলাকায় একটি ভাড়া বাসায় আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ও প্রযুক্তির সহায়তায় ওই বাসায় অভিযান চালিয়ে শান্ত ও পরশকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

তিনি আরও বলেন, এ পর্যন্ত এ মামলায় তিনজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত ২৭ মে রাত সাড়ে ৯টার দিকে পূর্ব শত্রুতার জেরে ৭-৮ জনের একটি দল সালুয়াদী বাজারের শরীফ মিয়ার ওয়ার্কশপে হামলা চালায়। এ সময় লাঠি ও ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করে তারা পালিয়ে যায়। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট