1. shahinsalman99@gmail.com : দৈনিক আজকের জনতার কথা : দৈনিক আজকের জনতার কথা
  2. info@www.dainikajkerjanatarkotha.online : দৈনিক আজকের জনতার কথা :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম :
ঝালকাঠিতে মহান বিজয় দিবস উপলক্ষ্যে ৩ দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজয় মেলা সরাইল শহিদ বুদ্ধিজীবী দিবসে উপজেলা প্রশাসনের উদ্যোগে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি বালিয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলছে ভয়াবহ অনিয়ম—সময় পালন নেই, নেই প্রশাসনিক শৃঙ্খলা দায়িত্বের অবহেলায় এড়িয়ে চলছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আসমা আক্তার ময়মনসিংহে ৫২তম গ্রীষ্মকালীন ফুটবল (ছাত্র-ছাত্রী) ফাইনাল খেলা অনুষ্ঠিত রাজশাহীতে আন্তর্জাতিক সমবায় বর্ষ ২০২৫ উদযাপন: মোহনপুরে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত রাকসু নির্বাচনকে সুষ্ঠ করতে রাবির আইন-শৃঙ্খলা সভায় পুলিশ কমিশনার’র প্রত্যয় হাতেগড়া হাজারো সাংবাদিকের মাঝে বেঁচে আছেন আলতাফ হোসেন : মামুন-অর-রশিদ আমার হয়নি শোনা সাহিত্য আচার্য্য( স্বরচিত) ময়মনসিংহে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপনী অনুষ্ঠান কিশোরগঞ্জ-৫ আসনে এহসান কুফিয়ার নেতৃত্বে হাজারো মোটরসাইকেল শোভাযাত্রা

কর্মরত সাংবাদিকদের সাথে মুফতি এহতেশামুল কাসেমীর মতবিনিময়

এ কে এম আজাদ বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ১১০ বার পড়া হয়েছে

কর্মরত সাংবাদিকদের সাথে মুফতি এহতেশামুল কাসেমীর মতবিনিময়

এ কে এম আজাদ
বিশেষ প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ এর হাত পাখা প্রতীকধারী প্রার্থী মুফতি এহতেশামুল হক কাসেমী এক মতবিনিময় সভায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকদের সাথে নির্বাচনী ভাবনা ও উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন।

সোমবার (১৬ জুন) রাত ৯ টায় ইসলামী আন্দোলনের চান্দিনা উপজেলা শাখার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে চান্দিনা পৌরসভা এবং উপজেলার সকল ইউনিয়নের সার্বিক উন্নয়ন, অবকাঠামো খাতের অগ্রগতি, মাদকমুক্ত সমাজ গঠন এবং দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় মুফতি এহতেশামুল হক কাসেমী বলেন, আমরা অতীতে দেখেছি, সরকার থেকে উন্নয়নের জন্য ১ কোটি টাকা বরাদ্দ আসলে এর অন্তত ৩০ শতাংশ এমপির পকেটে চলে যেত। আমি নির্বাচিত হলে ইনশাআল্লাহ চান্দিনায় এক টাকার দুর্নীতিও সহ্য করা হবে না। চান্দিনায় দুর্নীতিমুক্ত একটি প্রশাসন ও সুশাসনের চান্দিনা উপজেলাকে একটি মডেল উপজেলায় গড়ে তুলবো।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও জানান, ইসলামী ঐক্যজোট গঠনের বিষয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে। দেশের প্রায় সকল ইসলামপন্থী দল আগামী জাতীয় নির্বাচনে এক প্ল্যাটফর্মে অংশগ্রহণের বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে।

কেন্দ্রীয় ভাবে জামায়াতে ইসলামীর সাথে আমাদের আলোচনা হয়েছে। যে আসনে ইসলামী আন্দোলন অথবা জামায়াতের প্রার্থীর জনসমর্থন বেশি থাকবে, সেই আসনটি পারস্পরিক সমঝোতার ভিত্তিতে ছাড় দেওয়া হবে।

এবং এক আদর্শিক ও সমৃদ্ধ জাতি গঠনের স্বপ্ন নিয়ে, চান্দিনার উন্নয়নে, সৎ, দক্ষ এবং দেশপ্রেমিক নেতাদের নেতৃত্বে আদর্শের ভিত্তিতে কাজ করা হবে। আমাদের লক্ষ্য একটি সহনশীল ও সংস্কৃতিমনস্ক রাজনৈতিক পরিবেশ গড়ে তোলা, যেখানে সকলের মধ্যে সম্মান ও সহযোগিতা থাকবে। ২০২৪ সালে আওয়ামী লীগ সরকার ছাত্র-জনতা এবং সমগ্র জাতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। হাজার হাজার মানুষকে হত্যা করে এবং অসংখ্য জনতাকে আহত ও পঙ্গু করে দেয়, যার অগণিত প্রমাণ গণমাধ্যমের কাছে রয়েছে। ইসলামি আন্দোলন বাংলাদেশ চায়, সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরির মাধ্যমে দেশকে সমৃদ্ধিশালী ও উন্নত করতে। আমরা বিশ্বাস করি, নৈতিক মূল্যবোধের ভিত্তিতে গড়ে ওঠা একটি প্রজন্মই দেশের উন্নয়ন এবং জাতির ভবিষ্যৎকে আলোকিত করবে। মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা বর্তমান পরিস্থিতি নিয়ে ইসলামি আন্দোলন বাংলাদেশ কাছে কিছু প্রত্যাশা ও পরামর্শ তুলে ধরেন।
সভায় চান্দিনার সাংবাদিকরা ভবিষ্যৎ উন্নয়ন ও সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে তাঁদের মতামত ব্যক্ত করেন। মুফতি কাসেমী সকল মতামতকে গুরুত্ব দিয়ে গ্রহণ করেন এবং একটি নতুন, উন্নত ও নৈতিক মূল্যবোধসম্পন্ন চান্দিনা গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

এসময় সভায় উপস্থিত ছিলেন- ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা উত্তর জেলার সভাপতি ক্বারী সাইফুল ইসলাম সরকার, উজানী মাদরাসা মুহাদ্দিস মাওলানা মিজানুর রহমান,ইসলামী আন্দোলন বাংলাদেশ চান্দিনা উপজেলার সেক্রেটারী মাওলানা কামাল উদ্দিন ভুঁইয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশ চান্দিনা উপজেলার সাংগঠনিক সম্পাদক মাওলানা কামাল হোসাইন ফরাজী,ইসলামী আন্দোলন বাংলাদেশ চান্দিনা উপজেলার প্রচার সম্পাদক মাওলানা মাহদী হাসান, উপজেলা অর্থ সম্পাদক হাসনাত মোহাম্মদ মুহিত রনি, চান্দিনা উপজেলা সহকারী সাংগঠনিক সম্পাদক জোবায়ের খান ফরাজী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট