1. shahinsalman99@gmail.com : দৈনিক আজকের জনতার কথা : দৈনিক আজকের জনতার কথা
  2. info@www.dainikajkerjanatarkotha.online : দৈনিক আজকের জনতার কথা :
শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে ডিলারের বিরুদ্ধে সার চুরি ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগ রাজশাহী ৩ আসনে লিফলেট বিতরণে ব্যস্ত সময় পার করছেন ইকবাল হোসেন কুড়াখাল ও মগপুস্কুরিনীকে মডেল গ্রাম গড়ার উদ্যোগ খানজাহান আলী থানার ১টি ওয়ার্ড ও ২টি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত দুর্গাপূজা উপলক্ষে সরাইলে প্রস্তুতি সভা ৫২টি মন্দিরে পূজা অনুষ্ঠিত হবে ১৫ বছর পর সম্মেলনে ফখরুলের হুঁশিয়ারি: যে নেতার নামে স্লোগান হবে, সেই মাইনাস হবেন ফুলপুরে ইউনিয়ন কৃষক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত দুইটি শব্দ(কবিতা) পবা উপজেলার দর্শন পাড়া ইউনিয়ন রাষ্ট্র সংস্কারে ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামত এ রায়হানুল আলম রায়হান এর উঠান বৈঠক “ভাইরাল ছবিতে বিতর্কে স্কুল কমিটি সদস্য”

কিশোরগঞ্জের কটিয়াদী থানার হেফাজতে নারী মাদক ব্যবসায়ীর মৃত্যু

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি আল আমিন
  • প্রকাশিত: শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ৩৬ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের কটিয়াদী থানার হেফাজতে নারী মাদক ব্যবসায়ীর মৃত্যু

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি আল আমিন

কিশোরগঞ্জের কটিয়াদীতে যৌথবাহিনীর অভিযানে আটক ফিরোজা খাতুন (৫০) নামে এক নারী মাদক ব্যবসায়ী থানা হেফাজতে মারা গেছেন। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে অসুস্থ হয়ে পড়লে তাকে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত ফিরোজা খাতুন কটিয়াদী পৌরসভার দড়ি চরিয়াকোনা মহল্লার চিহ্নিত মাদক ব্যবসায়ী স্বপন মিয়ার স্ত্রী।

কটিয়াদী মডেল থানার পরিদর্শক হাবিবুল্লাহ খাঁন জানান, বৃহস্পতিবার গভীর রাতে সেনাবাহিনীর একটি বিশেষ দল কটিয়াদী থানা পুলিশের এক নারী ও এক পুরুষ সদস্যকে সঙ্গে নিয়ে স্বপনের বাড়িতে অভিযান চালায়। এ সময় স্বপন পালিয়ে গেলেও ফিরোজাকে ১১ পিস ইয়াবা, ২২ পুড়িয়া গাঁজা ও নগদ ৩২ হাজার ৬৬৪ টাকা সহ আটক করা হয়। রাত সাড়ে ৩টার দিকে তাকে থানায় আনা হয়।

পরদিন সকাল সাড়ে ৯টার দিকে ফিরোজা খাতুন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় কটিয়াদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানা, অতিরিক্ত পুলিশ সুপার (হোসেনপুর সার্কেল) মো. তোফাজ্জল হোসেন ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ঈশা খাঁনের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। পরে মৃতদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ঈশা খাঁন জানান, ফিরোজাকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তবে এ বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মাহমুদুল ইসলাম তালুকদার, অতিরিক্ত পুলিশ সুপার (হোসেনপুর সার্কেল) মো. তোফাজ্জল হোসেন এবং কটিয়াদী সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তার কেউ মন্তব্য করতে রাজি হননি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট