1. shahinsalman99@gmail.com : দৈনিক আজকের জনতার কথা : দৈনিক আজকের জনতার কথা
  2. info@www.dainikajkerjanatarkotha.online : দৈনিক আজকের জনতার কথা :
রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে ডিলারের বিরুদ্ধে সার চুরি ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগ রাজশাহী ৩ আসনে লিফলেট বিতরণে ব্যস্ত সময় পার করছেন ইকবাল হোসেন কুড়াখাল ও মগপুস্কুরিনীকে মডেল গ্রাম গড়ার উদ্যোগ খানজাহান আলী থানার ১টি ওয়ার্ড ও ২টি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত দুর্গাপূজা উপলক্ষে সরাইলে প্রস্তুতি সভা ৫২টি মন্দিরে পূজা অনুষ্ঠিত হবে ১৫ বছর পর সম্মেলনে ফখরুলের হুঁশিয়ারি: যে নেতার নামে স্লোগান হবে, সেই মাইনাস হবেন ফুলপুরে ইউনিয়ন কৃষক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত দুইটি শব্দ(কবিতা) পবা উপজেলার দর্শন পাড়া ইউনিয়ন রাষ্ট্র সংস্কারে ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামত এ রায়হানুল আলম রায়হান এর উঠান বৈঠক “ভাইরাল ছবিতে বিতর্কে স্কুল কমিটি সদস্য”

পাকুন্দিয়ায় বজ্রপাতে নিহত ইরিনা-প্রিয়ার পরিবার পেলো সরকারি সহায়তা

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি আল আমিন
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ৩৭ বার পড়া হয়েছে

পাকুন্দিয়ায় বজ্রপাতে নিহত ইরিনা-প্রিয়ার পরিবার পেলো সরকারি সহায়তা

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি আল আমিন

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বজ্রপাতে নিহত দুই স্কুলছাত্রী ইরিনা ও প্রিয়ার পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে সরকার। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের জিআর (জেনারেল রিলিফ) ক্যাশ কর্মসূচির আওতায় তাদের প্রত্যেক পরিবারকে ২৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে।

বুধবার (৫ জুন) দুপুরে পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বিল্লাল হোসেনের কার্যালয়ে এই চেক হস্তান্তর করা হয়। নিহত ইরিনার বাবা জালাল উদ্দীন ও প্রিয়ার বাবা বাদল মিয়ার হাতে চেক তুলে দেন ইউএনও।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. শাহজাহান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও নিহত ছাত্রীর পরিবারের সদস্যরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বিল্লাল হোসেন বলেন, “দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পক্ষ থেকে বজ্রপাতে নিহত দুই শিক্ষার্থীর পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। সরকার সব সময় দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে আছে।
গত ৬ মে দুপুরে পাকুন্দিয়া উপজেলার চরটেকী গ্রামের তিন স্কুলছাত্রী—ইরিনা, প্রিয়া ও বর্ষা—বিদ্যালয়ে পরীক্ষা দিতে যাচ্ছিল। পথে হঠাৎ বজ্রপাত শুরু হলে তারা তাতে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইরিনা ও প্রিয়াকে মৃত ঘোষণা করেন। আহত বর্ষা এখনও চিকিৎসাধীন।

নিহত ইরিনা চরটেকী গ্রামের জালাল উদ্দীনের মেয়ে এবং প্রিয়া একই গ্রামের বাদল মিয়ার মেয়ে। তারা দুজনেই চরটেকী গার্লস স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলে।

দুই স্কুলছাত্রীর মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে। সহায়তা প্রদানের এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী। অনেকে বলেছেন, এই ধরনের দুর্যোগের ঝুঁকি এড়াতে সচেতনতা এবং নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা প্রয়োজন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট