1. shahinsalman99@gmail.com : দৈনিক আজকের জনতার কথা : দৈনিক আজকের জনতার কথা
  2. info@www.dainikajkerjanatarkotha.online : দৈনিক আজকের জনতার কথা :
বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ৫২তম গ্রীষ্মকালীন ফুটবল (ছাত্র-ছাত্রী) ফাইনাল খেলা অনুষ্ঠিত রাজশাহীতে আন্তর্জাতিক সমবায় বর্ষ ২০২৫ উদযাপন: মোহনপুরে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত রাকসু নির্বাচনকে সুষ্ঠ করতে রাবির আইন-শৃঙ্খলা সভায় পুলিশ কমিশনার’র প্রত্যয় হাতেগড়া হাজারো সাংবাদিকের মাঝে বেঁচে আছেন আলতাফ হোসেন : মামুন-অর-রশিদ আমার হয়নি শোনা সাহিত্য আচার্য্য( স্বরচিত) ময়মনসিংহে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপনী অনুষ্ঠান কিশোরগঞ্জ-৫ আসনে এহসান কুফিয়ার নেতৃত্বে হাজারো মোটরসাইকেল শোভাযাত্রা টেকসই উন্নয়ন অভীষ্ঠ (এসডিজি)বাস্তবায়ন ও সমন্বয় সম্পর্কিত বিভাগীয় কমিটির সভা অনুষ্ঠিত সরাইলে মাসব্যপি টাইফয়েড টিকাদান কর্মসূচীর উদ্বোধন বাহরাইন থেকে ৬৫ লাখ টাকা নিয়ে পালিয়েছেন ফারুক বিপদে ৯০ বাংলাদেশি

পাকুন্দিয়ায় বজ্রপাতে নিহত ইরিনা-প্রিয়ার পরিবার পেলো সরকারি সহায়তা

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি আল আমিন
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ৪৩ বার পড়া হয়েছে

পাকুন্দিয়ায় বজ্রপাতে নিহত ইরিনা-প্রিয়ার পরিবার পেলো সরকারি সহায়তা

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি আল আমিন

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বজ্রপাতে নিহত দুই স্কুলছাত্রী ইরিনা ও প্রিয়ার পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে সরকার। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের জিআর (জেনারেল রিলিফ) ক্যাশ কর্মসূচির আওতায় তাদের প্রত্যেক পরিবারকে ২৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে।

বুধবার (৫ জুন) দুপুরে পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বিল্লাল হোসেনের কার্যালয়ে এই চেক হস্তান্তর করা হয়। নিহত ইরিনার বাবা জালাল উদ্দীন ও প্রিয়ার বাবা বাদল মিয়ার হাতে চেক তুলে দেন ইউএনও।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. শাহজাহান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও নিহত ছাত্রীর পরিবারের সদস্যরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বিল্লাল হোসেন বলেন, “দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পক্ষ থেকে বজ্রপাতে নিহত দুই শিক্ষার্থীর পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। সরকার সব সময় দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে আছে।
গত ৬ মে দুপুরে পাকুন্দিয়া উপজেলার চরটেকী গ্রামের তিন স্কুলছাত্রী—ইরিনা, প্রিয়া ও বর্ষা—বিদ্যালয়ে পরীক্ষা দিতে যাচ্ছিল। পথে হঠাৎ বজ্রপাত শুরু হলে তারা তাতে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইরিনা ও প্রিয়াকে মৃত ঘোষণা করেন। আহত বর্ষা এখনও চিকিৎসাধীন।

নিহত ইরিনা চরটেকী গ্রামের জালাল উদ্দীনের মেয়ে এবং প্রিয়া একই গ্রামের বাদল মিয়ার মেয়ে। তারা দুজনেই চরটেকী গার্লস স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলে।

দুই স্কুলছাত্রীর মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে। সহায়তা প্রদানের এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী। অনেকে বলেছেন, এই ধরনের দুর্যোগের ঝুঁকি এড়াতে সচেতনতা এবং নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা প্রয়োজন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট