মাগুরায় আর্মি ক্যাম্পের অ*ভি*যা*নে গাঁ*জাসহ তিন মা*দ*ক ব্যবসায়ী গ্রে*ফ*তা*র
মাগুরা প্রতিনিধি রাহুল ইসলাম হৃদয় এর প্রতিবেদন
মাগুরা সদর উপজেলার পারনান্দুয়ালী (পল্লী বিদ্যুৎ পাড়া) এলাকায় মা*দ*কবিরোধী অ*ভি*যা*ন চালিয়ে বিপুল পরিমাণ গাঁ*জাসহ তিনজন মা*দ*ক ব্যবসায়ীকে গ্রে*ফ*তা*র করেছে মাগুরা আর্মি ক্যাম্প।
গত রাতে গোপন সংবাদের ভিত্তিতে আর্মি ক্যাম্পের একটি দল উক্ত এলাকায় অ*ভি*যা*ন পরিচালনা করে। অ*ভি*যা*নে তিন কেজি গাঁ*জাসহ তিনজন আ*সা*মী*কে আ*ট*ক করা হয়।
গ্রে*ফ*তা*রকৃত আ*সা*মি*রা হলেন:
মোঃ রুবেল শেখ (২৮)
পিতাঃ মোঃ হোসেন শেখ
গ্রামঃ পারনান্দুয়ালী (বউ বাজার পাড়া), পোস্টঃ মাগুরা, থানা ও জেলা: মাগুরা সদর
মোঃ হুমায়ুন বিশ্বাস (৩০)
পিতাঃ মোঃ কবির বিশ্বাস
গ্রাম ও পোস্টঃ জগদাল, থানা ও জেলা: মাগুরা সদর
মোঃ জসিম উদ্দিন (২৮)
পিতাঃ মোঃ সাত্তার মোল্লা
গ্রামঃ সিংহডাঙ্গা, পোস্টঃ জগদাল, থানা ও জেলা: মাগুরা সদর
জ"ব্দকৃত মালামাল:
গাঁ*জা – ০৩ কেজি
অ*ভি*যা*ন শেষে গ্রে*ফ*তা*র*কৃ*ত আসামিদের জব্দকৃত মাদকদ্রব্যসহ মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর, মাগুরা-এর কাছে হস্তান্তর করা হয়েছে। এ ধরনের অ*ভি*যা*ন অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।