1. shahinsalman99@gmail.com : দৈনিক আজকের জনতার কথা : দৈনিক আজকের জনতার কথা
  2. info@www.dainikajkerjanatarkotha.online : দৈনিক আজকের জনতার কথা :
শুক্রবার, ২৫ জুলাই ২০২৫, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
খুলনা শিরোমনি সার গুদাম ঘাট ও হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সুষ্টু ও শান্তিপুর্ণ ভাবে সম্পন্ন # সভাপতি শামিম হোসেন এবং সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন নির্বাচিত কুমিল্লার চান্দিনায় বিএনপির বিক্ষোভ মিছিল ও র‍্যালী অনুষ্ঠিত হয় । কিশোরগঞ্জ জেলা যুবদল নেতা আরিফুল ইসলাম সুজনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত। কিশোরগঞ্জে ব্যবসায়ী সৈয়দ আলী হত্যা মামলায় ১৩ জনের যাবজ্জীবন একই পরিবারের ৯ জন, পলাতক ৬ আসামি জামায়াতের মহাসমাবেশ সফল করার আহ্বান: কিশোরগঞ্জে মিছিল ও লিফলেট বিতরণ হাওরাঞ্চলের কবি ও অধ্যাপক মহিবুর রহিম আর নেই শিবগঞ্জে বিনামূল্যে বই ও রাস্তার ধারে গাছ লাগিয়ে আনন্দ পাই বই প্রেমিক নাহিদ মাদক ব্যবসায়ী ২জন ৭৭০পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার। জাতীয় সমাবেশ সফল করতে বাগেরহাটে জামায়াতের মিছিল অনুষ্ঠিত। কিশোরগঞ্জে শ্রদ্ধা ও বেদনায় “জুলাই শহিদ দিবস” পালিত আলোচনা সভা, দোয়া ও মোনাজাতে শহীদদের প্রতি শ্রদ্ধা

নীলফামারী জেলার সৈয়দপুর থানাধীন চাঞ্চল্যকর রফিক হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামী শফিকুল‘কে নাটোর জেলার গুরুদাসপুর হতে গ্রেফতার করেছে র‌্যাব-৫ ও র‌্যাব-১৩।

মোঃ নাসিরউদ্দিন রাজশাহী জেলা প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২৮ মে, ২০২৫
  • ১৯ বার পড়া হয়েছে

নীলফামারী জেলার সৈয়দপুর থানাধীন চাঞ্চল্যকর রফিক হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামী শফিকুল‘কে নাটোর জেলার গুরুদাসপুর হতে গ্রেফতার করেছে র‌্যাব-৫ ও র‌্যাব-১৩।

মোঃ নাসিরউদ্দিন রাজশাহী জেলা প্রতিনিধি

র‌্যাব প্রতিষ্ঠার সময় থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ছিনতাইকারী এবং সার্বিক আইন-শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

১। এরই ধারাবাহিকতায় ইং ২৮ মে ২০২৫ তারিখ রাত্রী-২১.৩০ ঘটিকায় নাটোর জেলার গুরুদাসপুর থানাধীন খামার নাসকৈর ৩নং ওয়ার্ডের নতুন পাড়া, পাকা রাস্তার উপর যৌথ অভিযান পরিচালনা করে নীলফামারী জেলার সৈয়দপুর থানার হত্যা মামলা নং-০৯, তারিখ-১০/০৫/২০২৫, ধারা-১৪৩/৩৪১/৩০২/২০১/৩৪ পেনাল কোড এর এজাহারনামীয় আসামী মোঃ শফিকুল ইসলাম @ গাইড কাটা (৬২), পিতা-মৃত সুলতান, সাং- ধলগাছ সুখিপাড়া, থানা-সৈয়দপুর, জেলা- নীলফামারী কে গ্রেফতার করে।

২। দায়েরকৃত এজাহারসূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে মাছ ধরাকে কেন্দ্র করে গত ০৯/০৫/২০২৫ তারিখ বিকাল আনুমান ০৫:৩০ ঘটিকার সময় ভিকটিম বাসা থেকে বের হলে এজাহারে বর্ণিত আসামিগণ ও তাদের সঙ্গীয় অজ্ঞাতনামা আসামিগণ মিলে ভিকটিম কে সর্দারপাড়া জনাব মোঃ মিন্টু মিয়ার গ্যারেজের পূর্ব পার্শ্বে ইজিবাইক থেকে নামিয়ে মারপিট করে হত্যা করে। পরবর্তীতে ভিকটিমের পরিবার বিষয়টি জানতে পেরে ভিকটিমকে খোঁজাখুঁজির একপর্যায়ে দেখে সৈয়দপুর থানাধীন কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ মৌজাস্থ বাইপাস সড়কের পার্শ্বে মেসার্স রোকেয়া এলপিজি ফিলিং স্টেশনের পূর্ব পার্শ্বে জৈনক আনিছুল চাকুয়া এর ধানক্ষেতের মধ্যে ভিকটিমকে গলায় রশ্মি বাধা অবস্থায় তার মৃতদেহ পড়ে থাকতে দেখে। পরবর্তীতে ভিকটিমের পিতা বাদী হয়ে সৈয়দপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-০৯, তারিখ-১০/০৫/২০২৫, ধারা- ১৪৩/৩৪১/৩০২/২০১/৩৪ পেনাল কোড।

৩। ঘটনাটি উক্ত এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে বিধায় পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‌্যাবও ছায়া তদন্ত শুরু করে। আসামীদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তথ্যের সহায়তা নিয়ে আসামীদের গ্রেফতারের তৎপরতা শুরু করা হয়। এরই ধারাবাহিকতায় ইং ২৭/০৫/২০২৫ তারিখ ১৭৪০ ঘটিকায় র‌্যাব-৫, সিপিএসসি, রাজশাহী ও র‌্যাব-১৩, সিপিসি-২, নীলফামারী কর্তৃক যৌথ অভিযান পরিচালনা করে নাটোর জেলার গুরুদাসপুর থানাধীন খামার নাসকৈর ৩নং ওয়ার্ডের নতুন পাড়া গ্রামস্থ পাকা রাস্তার উপর হতে এজাহারনামীয় পলাতক আসামী মোঃ শফিকুল ইসলাম @ গাইড কাটা (৬২), পিতা-মৃত সুলতান, সাং- ধলগাছ সুখিপাড়া, থানা-সৈয়দপুর, জেলা- নীলফামারী’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

৪। পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামীকে নাটোর জেলার গুরুদাসপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট