1. shahinsalman99@gmail.com : দৈনিক আজকের জনতার কথা : দৈনিক আজকের জনতার কথা
  2. info@www.dainikajkerjanatarkotha.online : দৈনিক আজকের জনতার কথা :
বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ৫২তম গ্রীষ্মকালীন ফুটবল (ছাত্র-ছাত্রী) ফাইনাল খেলা অনুষ্ঠিত রাজশাহীতে আন্তর্জাতিক সমবায় বর্ষ ২০২৫ উদযাপন: মোহনপুরে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত রাকসু নির্বাচনকে সুষ্ঠ করতে রাবির আইন-শৃঙ্খলা সভায় পুলিশ কমিশনার’র প্রত্যয় হাতেগড়া হাজারো সাংবাদিকের মাঝে বেঁচে আছেন আলতাফ হোসেন : মামুন-অর-রশিদ আমার হয়নি শোনা সাহিত্য আচার্য্য( স্বরচিত) ময়মনসিংহে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপনী অনুষ্ঠান কিশোরগঞ্জ-৫ আসনে এহসান কুফিয়ার নেতৃত্বে হাজারো মোটরসাইকেল শোভাযাত্রা টেকসই উন্নয়ন অভীষ্ঠ (এসডিজি)বাস্তবায়ন ও সমন্বয় সম্পর্কিত বিভাগীয় কমিটির সভা অনুষ্ঠিত সরাইলে মাসব্যপি টাইফয়েড টিকাদান কর্মসূচীর উদ্বোধন বাহরাইন থেকে ৬৫ লাখ টাকা নিয়ে পালিয়েছেন ফারুক বিপদে ৯০ বাংলাদেশি

পাকুন্দিয়ায় টর্চ লাইট চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মর্মান্তিক মৃত্যু

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:আল আমিন
  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ৪৫ বার পড়া হয়েছে

পাকুন্দিয়ায় টর্চ লাইট চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মর্মান্তিক মৃত্যু

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:আল আমিন

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় টর্চ লাইট চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হিরামন (২৩) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২০ মে) সকাল ৮টার দিকে উপজেলার কোদালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হিরামন ওই গ্রামের দুলাল মিয়ার ছেলে। পরিবারে সে ছিল একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো হিরামন সকালে ঘুম থেকে উঠে ঘরের বিভিন্ন কাজ করছিলেন। এ সময় তার ব্যবহৃত টর্চ লাইটটি চার্জে দেওয়ার জন্য তিনি ঘরের ফ্রিজের পাশে থাকা একটি বিদ্যুৎ সংযোগ ব্যবহার করেন। চার্জারটি সংযুক্ত করার সঙ্গে সঙ্গেই তিনি বিদ্যুতায়িত হয়ে পড়ে যান।

তার চিৎকার শুনে পরিবারের সদস্য ও আশপাশের লোকজন দৌড়ে এসে তাকে দ্রুত উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু সেখানে পৌঁছানোর আগেই হিরামনের মৃত্যু হয় বলে কর্তব্যরত চিকিৎসক জানান।

পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূরে আলম বলেন, “হাসপাতালে আনার আগেই ওই যুবকের মৃত্যু হয়। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হৃদপিণ্ডে প্রভাব পড়ে এবং তাৎক্ষণিকভাবে তার মৃত্যু ঘটে থাকতে পারে।”

এদিকে আকস্মিক এই দুর্ঘটনায় নিহত হিরামনের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। মা-বাবা, ভাইবোনসহ স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে কোদালিয়া গ্রাম।

স্থানীয়রা জানান, হিরামন একজন পরিশ্রমী যুবক ছিল। গ্রামে তার সুনাম ছিল যথেষ্ট। তার এমন মর্মান্তিক মৃত্যু কেউ মেনে নিতে পারছে না।

এ ঘটনায় পাকুন্দিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে অপমৃত্যুর একটি সাধারণ ডায়েরি (জিডি) করে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পুলিশের পক্ষ থেকে সবাইকে বিদ্যুৎ ব্যবহারে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে, বিশেষ করে বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহারের সময় যেন সঠিকভাবে সংযোগ দেওয়া হয় এবং পুরোনো কিংবা ত্রুটিপূর্ণ তার ও প্লাগ যেন ব্যবহার না করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট