1. shahinsalman99@gmail.com : দৈনিক আজকের জনতার কথা : দৈনিক আজকের জনতার কথা
  2. info@www.dainikajkerjanatarkotha.online : দৈনিক আজকের জনতার কথা :
রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে ডিলারের বিরুদ্ধে সার চুরি ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগ রাজশাহী ৩ আসনে লিফলেট বিতরণে ব্যস্ত সময় পার করছেন ইকবাল হোসেন কুড়াখাল ও মগপুস্কুরিনীকে মডেল গ্রাম গড়ার উদ্যোগ খানজাহান আলী থানার ১টি ওয়ার্ড ও ২টি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত দুর্গাপূজা উপলক্ষে সরাইলে প্রস্তুতি সভা ৫২টি মন্দিরে পূজা অনুষ্ঠিত হবে ১৫ বছর পর সম্মেলনে ফখরুলের হুঁশিয়ারি: যে নেতার নামে স্লোগান হবে, সেই মাইনাস হবেন ফুলপুরে ইউনিয়ন কৃষক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত দুইটি শব্দ(কবিতা) পবা উপজেলার দর্শন পাড়া ইউনিয়ন রাষ্ট্র সংস্কারে ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামত এ রায়হানুল আলম রায়হান এর উঠান বৈঠক “ভাইরাল ছবিতে বিতর্কে স্কুল কমিটি সদস্য”

কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের নেতৃত্বে পরিবর্তন: সভাপতি নিশাদ, সম্পাদক ওয়াকিউর

মো:আল আমিন কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ৪৫ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের নেতৃত্বে পরিবর্তন: সভাপতি নিশাদ, সম্পাদক ওয়াকিউর

মো:আল আমিন কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রদল। পাঁচ সদস্যবিশিষ্ট এই কমিটিতে সভাপতি মনোনীত হয়েছেন শরীফুল ইসলাম নিশাদ এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রেদোয়ান রহমান ওয়াকিউর।

বৃহস্পতিবার (১৫ মে) কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের যৌথ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে কমিটির অনুমোদনের বিষয়টি জানানো হয়। নতুন কমিটিকে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন—সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাফিউল ইসলাম নওসাদ এবং সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন রাজীব।

নতুন কমিটির নেতৃত্বে আসা সদস্যরা আগের কমিটিতেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। সদ্য দায়িত্বপ্রাপ্ত সভাপতি শরীফুল ইসলাম নিশাদ পূর্ববর্তী কমিটিতে ছিলেন সাংগঠনিক সম্পাদক। সাধারণ সম্পাদক রেদোয়ান রহমান ওয়াকিউর ছিলেন সিনিয়র সহ-সভাপতি। এছাড়া রাফিউল ইসলাম নওসাদ ও জাকির হোসেন রাজীব যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য, ২০১৮ সালের ১৩ জুন মো. মারুফ মিয়াকে সভাপতি ও ফেরদৌস আহমেদ নেভীনকে সাধারণ সম্পাদক করে ৫৮ সদস্যের একটি আংশিক কমিটি ঘোষণা করা হয়। তিন বছরেরও বেশি সময় দায়িত্ব পালন করার পর, একই নেতৃত্ব রেখে কমিটিকে পূর্ণাঙ্গ রূপ দেওয়া হয়।

নতুন কমিটির মাধ্যমে কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তৃণমূল নেতাকর্মীরা। তারা মনে করছেন, অভিজ্ঞ নেতাদের সমন্বয়ে গঠিত এই কমিটি জেলা ছাত্রদলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করে গড়ে তুলবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট