ময়মনসিংহ জেলা হালুয়াঘাট উপজেলা বিদুৎ নেই বলেনই চলে,দিনে ২-৩ ঘন্টা থাকে।
ফারুক হোসেন ময়মনসিংহ জেলা প্রতিনিধি।
হালুয়াঘাট উপজেলা বিদুৎ নেই বলেনই চলে।দিনে মাএ ২-৩ ঘন্টা থাকে। গ্রীষ্মের তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে হালুয়াঘাট উপজেলা অধিকাংশ এলাকায় দেখা দিয়েছে চরম বিদ্যুৎ সংকট। দিনেমাএ ২ থেকে ৩ ঘন্টা বিদ্যুৎ থাকে,বাকী পুরো সময় জুড়ে বিদ্যুৎ হীন অবস্থায় দিন কাটছে এলাকাবাসীর। বড় ছোট সকল মানুষের জন্য খুব কষ্ট হয়ে পরেছে।
অত্যধিক গরমে শিশু ও বৃদ্ধদের কষ্ট সীমা ছাড়িয়ে গেছে।
বিদ্যুৎ না থাকায় ফ্যান বা সুলার চালানো যাচ্ছে না অনেক এলাকায় পানির পাম্প ও বন্ধ হয়ে গেছে। এতে করে পানি সংকটে পরেছে সাধারণ জনগন।
ব্যবসায়ীরা জানান,ফ্রিজে রাখা মালামাল নষ্ট হয়ে যাচ্ছে। বিকাল থেকে রাত কেনাবেচা করতে পারি নায়।
এক শিক্ষাথী বলেন আমাদের এসএসসি পরীক্ষা চলছে কিন্তু বিদ্যুৎ না থাকায় পড়াশোনা করতে পারছি না। অভিভাবক সঙ্গে কথা বলে জানা যায় তারা বলে প্রতি বছর গরমের সময় আসলেই বিদ্যুৎ সংকট বেশি হয়,এতে সকল মানুষ সমস্যা হয়,সবচেয়ে শিক্ষাথীদের বেশি হয়।তারা ভালো করে পড়াশোনা করতে পারে না।মোমবাতি দিয়ে বেশি সময় পড়তে পারে না।
স্থানীয় জনগণ বলেন প্রতি বছর গরমে বিদ্যুৎ সমস্যা দেখা দিলেও কোন সঠিক সমাধান হয় নায়।পল্লী বিদ্যুৎ অফিসে অভিযোগ করেও মিলছে না কোন প্রতিকার।
কিছু কিছু অভিভাবক বলছে আবার যদি এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল না করতে পারলে সকল দুশ বিদ্যুৎ অফিসের। কারণ তাদের জন্য প্রতি বছর গরম সময় সঠিক ভাবে বিদ্যুৎ দেয়না এতে সকল ছাত্র ছাত্রী দের পড়াশোনা করতে পারে না।