নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আক্তার হোসেন কীভাবে এখনো বিআরডিবি চেয়ারম্যান?
মোঃ শাহজাহান বাশার ,স্টাফ রিপোর্টার
বাংলাদেশ ছাত্রলীগ থেকে বহিষ্কৃত কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সাবেক সভাপতি মো. আক্তার হোসেন বর্তমানে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর চেয়ারম্যান পদে বহাল থেকে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে চলেছেন। তার বিরুদ্ধে রয়েছে ছাত্র আন্দোলনে হামলা, রাজনৈতিক সহিংসতা, দলের শৃঙ্খলা ভঙ্গসহ একাধিক গুরুতর অভিযোগ।
২০২৩ সালের জুলাই মাসে ছাত্রদের ‘বৈষম্যবিরোধী আন্দোলন’-এ আক্তার হোসেন নেতৃত্ব দেন ছাত্র ও জনতার ওপর সহিংস হামলার, যা সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দেয়। এরপরই কেন্দ্রীয় ছাত্রলীগ তাকে স্থায়ীভাবে বহিষ্কার করে। অথচ একই বছরের ২২ নভেম্বর তাকে বিআরডিবির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়, যা রাষ্ট্রীয় পদে নিয়োগের নৈতিকতা ও নীতিমালাকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে।
স্থানীয়রা বলছেন, “আমরা যারা আক্তারের হামলায় আহত হয়েছিলাম, আজ তাকে চেয়ারম্যান হিসেবে দেখে লজ্জা পাই।”
বিআরডিবির একজন কর্মকর্তা জানান, “চেয়ারম্যানদের অপসারণের বিষয়ে এখনো কোনো সরকারি নির্দেশনা আসেনি। আইনি জটিলতার কারণে আমরা এখনো আগেরদের বহাল রাখতে বাধ্য।”
সরকারের দুর্নীতিবিরোধী অঙ্গীকার ও স্বচ্ছ প্রশাসনের দাবি তখনই বাস্তবায়ন সম্ভব হবে, যখন আক্তার হোসেনের মতো বিতর্কিত ও নিষিদ্ধ নেতারা রাষ্ট্রীয় দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হবে।