ভারত-পাকিস্তান যুদ্ধঃ তীব্র আক্রমণ ও ব্যাপক ক্ষয়ক্ষতির আপডেট নিউজ প্রতিবেদন।
প্রধান বার্তা সম্পাদক- জাহারুল ইসলাম জীবন।
ভারত পাকিস্তান যুদ্ধের সর্বশেষ পরিস্থিতিঃ
পাকিস্তানের ইসলামাবাদ থেকে দাবি করা হয় যে, ভারত বৃহস্পতিবার তাদের ভূখণ্ডে একাধিক ড্রোন হামলা চালিয়েছে, এই ড্রোন হামলায় তাদের দুইজন বেসামরিক নাগরিক নিহত ও একজন আহত হয়েছেন। পাকিস্তান দাবি করেছে, তারা ২৯টি ভারতীয় ড্রোন ভূপাতিত করেছে।
পাকিস্তানের দাবির বিপক্ষে ভারতের প্রতিক্রিয়াঃ ভারত পাকিস্তানের এই অভিযোগ অস্বীকার করেছে। তবে, ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা রাডার ও অন্যান্য সামরিক সরঞ্জাম লক্ষ্য করে হামলা চালিয়েছে।
যুদ্ধ পরিস্থিতিতে জম্মু ও কাশ্মীর অবস্থাঃ নিয়ন্ত্রণ রেখা (LoC) বরাবর উভয়পক্ষের মধ্যে তীব্র গোলাগুলি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার রাতে জম্মুতে বিমান হামলার সাইরেন শোনা গেছে এবং স্থানীয়রা একাধিক বিস্ফোরণের শব্দ শুনেছেন।
পাকিস্তান ও ভারত উভয় দেশ কর্তৃক সামরিক স্থাপনা সমূহে্ হামলাঃ পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তাদের হামলায় ৪০-৫০ জন ভারতীয় সেনা নিহত হয়েছেন। যদিও ভারত এই অভিযোগ ( Claims ) নিশ্চিত করেনি। ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের পাল্টা হামলায় পাকিস্তানে বহু জঙ্গি নিহত হয়েছে।
যুদ্ধ পরিস্থিতিতে আকাশসীমা বন্ধ করণঃ ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ভারত তাদের বেশ কয়েকটি বিমানবন্দরে বাণিজ্যিক বিমানের চলাচল বন্ধ করে দিয়েছে। পাকিস্তানও তাদের আকাশসীমায় কঠোর নজরদারি চালাচ্ছে।
উভয় দেশের ক্ষয়ক্ষতি সমূহ্ঃ-
** ভারতের ক্ষতি সমূহ্ঃ
পাকিস্তানের দাবি অনুযায়ী, তাদের হামলায় ৪০-৫০ জন সেনা নিহত হওয়ার সম্ভাবনা রয়েছে ( ভারত কর্তৃক নিশ্চিত করা হইনি )।
জম্মু ও কাশ্মীরে গোলাগুলিতে কয়েকজন বেসামরিক নাগরিকের হতাহতের খবর পাওয়া গেছে।
ভারতের পক্ষ থেকে পাকিস্তানে “অপারেশন সিন্দুর”-এর অধীনে জঙ্গি ঘাঁটিগুলোতে হামলার কথা স্বীকার করা হয়েছে, যেখানে বহু জঙ্গির হতাহতের দাবি করা হয়েছে ( সঠিক সংখ্যা উল্লেখ করা হইনি )।
ভারতের দাবি, তারা পাকিস্তানের বেশ কয়েকটি ড্রোন ভূপাতিত করেছে।
** পাকিস্তানের ক্ষতি সমূহ্ঃ
পাকিস্তানের দাবি, ভারতীয় ড্রোন হামলায় অন্তত দুইজন বেসামরিক নাগরিক নিহত ও একজন আহত হয়েছেন।
লাহোরে ভারতীয় হামলায় একটি সামরিক স্থাপনার আংশিক ক্ষতি ও কয়েকজন সেনার আহত হওয়ার খবর পাওয়া গেছে।
পাকিস্তানের দাবি, তারা ২৯টি ভারতীয় ড্রোন এবং বেশ কয়েকটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে ( ভারত কর্তৃক এখন প্রর্যন্ত এহার সত্যতা নিশ্চিত করা হইনি )।
ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় কয়েকজন বেসামরিক নাগরিকের হতাহতের খবর পাওয়া গেছে ( সরকারিভাবে এহার সঠিক সংখ্যা জানানো হয়নি )।
আন্তর্জাতিক মহলের প্রতিক্রিয়াঃ ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান এই তীব্র উত্তেজনা নিয়ে আন্তর্জাতিক মহল গভীর উদ্বেগ প্রকাশ করেছে। জাতিসংঘ সহ বিভিন্ন দেশ উভয় পক্ষকে সংযত থাকার এবং আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করার আহ্বান জানিয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য যে, উভয় দেশের যুদ্ধ পরিস্থিতি দ্রুত পরিবর্তনের কারণে হতাহতের সংখ্যা ও অন্যান্য ক্ষয়ক্ষতির তথ্যচিত্র প্রতিনিয়ত আপডেট এবং ক্রমবর্ধমান।