1. shahinsalman99@gmail.com : দৈনিক আজকের জনতার কথা : দৈনিক আজকের জনতার কথা
  2. info@www.dainikajkerjanatarkotha.online : দৈনিক আজকের জনতার কথা :
রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে ডিলারের বিরুদ্ধে সার চুরি ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগ রাজশাহী ৩ আসনে লিফলেট বিতরণে ব্যস্ত সময় পার করছেন ইকবাল হোসেন কুড়াখাল ও মগপুস্কুরিনীকে মডেল গ্রাম গড়ার উদ্যোগ খানজাহান আলী থানার ১টি ওয়ার্ড ও ২টি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত দুর্গাপূজা উপলক্ষে সরাইলে প্রস্তুতি সভা ৫২টি মন্দিরে পূজা অনুষ্ঠিত হবে ১৫ বছর পর সম্মেলনে ফখরুলের হুঁশিয়ারি: যে নেতার নামে স্লোগান হবে, সেই মাইনাস হবেন ফুলপুরে ইউনিয়ন কৃষক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত দুইটি শব্দ(কবিতা) পবা উপজেলার দর্শন পাড়া ইউনিয়ন রাষ্ট্র সংস্কারে ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামত এ রায়হানুল আলম রায়হান এর উঠান বৈঠক “ভাইরাল ছবিতে বিতর্কে স্কুল কমিটি সদস্য”

সরাইল উপজেলা সমবায় অফিসারকে সভাপতি করে বি আর ডি বির অন্তর্বতী ব্যবস্থাপনা কমিটি গঠিত

আব্বাস উদ্দিন:বার্তা সম্পাদক(ব্রাহ্মণবাড়িয়া)
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ৫৫ বার পড়া হয়েছে

সরাইল উপজেলা সমবায় অফিসারকে সভাপতি করে বি আর ডি বির অন্তর্বতী ব্যবস্থাপনা কমিটি গঠিত

আব্বাস উদ্দিন:বার্তা সম্পাদক(ব্রাহ্মণবাড়িয়া)

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড (বি আর ডি বি) এর নিষ্ক্রিয় /অকার্যকর সমিতিকে সক্রিয় করণসহ সমিতির দৈনন্দিন ও স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করা এবং ১২০ দিনের মধ্যে নির্বাচন সমাপ্ত করণের লক্ষে ০৭ মে,২৫ তারিখে যুগ্ম নিবন্ধক, বিভাগীয় সমবায় কার্যালয়,চট্টগ্রাম, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় কর্তৃক জারীকৃত অফিস আদেশ বলে সরাইল উপজেলা সমবায় অফিসারকে সভাপতি করে উপজেলা দারিদ্র বিমোচন অফিসার এবং উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসারকে সদস্য করে ০৪ মাসের জন্য অন্তর্বতী ব্যবস্থাপনা কমিটির নিয়োগ প্রদান করা হয়েছে ।

এ কমিটির নিকট সরাইল বাসীর প্রত্যাশা। এক সময়ে টিসিসি কে নিয়ে সরাইলের মানুষ গর্ববোধ করতো। কালের পরিক্রমায় বর্তমান প্রজন্ম টিসিসি/বি আর ডি বি/প্রজেক্ট অফিসের কথা বললে অনেকেই চিনেনা। বড় দুঃখজনক। একসময়ে প্রজেক্ট অফিসাররা বাসায় থাকতেন। চরম অবহেলায় আজ সেই বাসভবন গুলোতে অপরিছন্ন পরিবেশে কুকুর আর ইঁদুরের আনাগোনা পরিলক্ষিত হয়।

বি আর ডি বির কোটি টাকার সম্পদ থাকলেও এগুলোর নেই কোন পরিকল্পনা মাফিক ব্যবহার, প্রাতঃবাজারে বি আর ডি বির নিজস্ব জায়গায় মাছের আড়ৎ দিয়ে এলাকার পরিবেশ করা হয়েছে, অস্বস্তিকর। অথচ সুষ্ঠু পরিকল্পনা নিয়ে কাজ করলে এ স্থান থেকেই বি আর ডি বি বহুগুণে লাভবান হতো।

একটি সূত্রে জানা গেছে তাদের প্রায় সবগুলো সমিতি ই নাকি অকার্যকর / নিষ্ক্রিয় হয়ে পড়েছে। তাহলে বিগত কমিটি সমূহ এবং কর্মকর্তারা কি করেন?
এক্ষেত্রে উক্ত প্রতিষ্ঠানটির গতি ও ঐতিহ্য ফিরিয়ে আনতে অন্তর্বতী ব্যবস্থাপনা কমিটি কাজ করবে এটাই সরাইলের সুধীমহল আশা করছেন।

আব্বাস উদ্দিন
০১৭১৫৭৫৬২১০

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট