1. shahinsalman99@gmail.com : দৈনিক আজকের জনতার কথা : দৈনিক আজকের জনতার কথা
  2. info@www.dainikajkerjanatarkotha.online : দৈনিক আজকের জনতার কথা :
বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ৫২তম গ্রীষ্মকালীন ফুটবল (ছাত্র-ছাত্রী) ফাইনাল খেলা অনুষ্ঠিত রাজশাহীতে আন্তর্জাতিক সমবায় বর্ষ ২০২৫ উদযাপন: মোহনপুরে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত রাকসু নির্বাচনকে সুষ্ঠ করতে রাবির আইন-শৃঙ্খলা সভায় পুলিশ কমিশনার’র প্রত্যয় হাতেগড়া হাজারো সাংবাদিকের মাঝে বেঁচে আছেন আলতাফ হোসেন : মামুন-অর-রশিদ আমার হয়নি শোনা সাহিত্য আচার্য্য( স্বরচিত) ময়মনসিংহে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপনী অনুষ্ঠান কিশোরগঞ্জ-৫ আসনে এহসান কুফিয়ার নেতৃত্বে হাজারো মোটরসাইকেল শোভাযাত্রা টেকসই উন্নয়ন অভীষ্ঠ (এসডিজি)বাস্তবায়ন ও সমন্বয় সম্পর্কিত বিভাগীয় কমিটির সভা অনুষ্ঠিত সরাইলে মাসব্যপি টাইফয়েড টিকাদান কর্মসূচীর উদ্বোধন বাহরাইন থেকে ৬৫ লাখ টাকা নিয়ে পালিয়েছেন ফারুক বিপদে ৯০ বাংলাদেশি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কিশোরগঞ্জ জেলা কমিটির ৫৬ নেতাকর্মীর একযোগে পদত্যাগ

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি আল আমিন
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ৮২ বার পড়া হয়েছে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কিশোরগঞ্জ জেলা কমিটির ৫৬ নেতাকর্মীর একযোগে পদত্যাগ

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি আল আমিন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কিশোরগঞ্জ জেলা কমিটিতে নেতৃত্বের স্বেচ্ছাচারিতা, অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও অব্যবস্থাপনার অভিযোগ তুলে সংগঠনের ৫৬ জন নেতাকর্মী একযোগে পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (৮ মে) দুপুরে জেলা পাবলিক লাইব্রেরি চত্বরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই পদত্যাগের ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক রায়ান জোহান লিখিত বক্তব্যে বলেন, “গত ফেব্রুয়ারিতে জেলা কমিটি গঠনের পর থেকেই নেতৃত্বের মধ্যে স্বেচ্ছাচারিতা, দায়িত্বহীনতা ও দুর্নীতির অভিযোগ উঠতে থাকে। আমরা বারবার এ বিষয়ে সরব হলেও আমাদের কথা শোনা হয়নি, বরং যারা প্রতিবাদ করেছে তাদেরই বহিষ্কার করা হয়েছে।”

সিনিয়র নেতাদের বহিষ্কার ঘিরে উত্তেজনা

সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মামুন মিয়া এবং সংগঠক উল্লাসকে সম্প্রতি কেন্দ্রীয় নেতৃবৃন্দ—আহ্বায়ক ইকরাম হোসেন ও সদস্য সচিব ফয়সাল প্রিন্সের স্বাক্ষরিত এক আদেশে বহিষ্কার করা হয়। তাঁদের বিরুদ্ধে “সাংগঠনিক নীতি ও আদর্শবিরোধী কর্মকাণ্ডে” জড়িত থাকার অভিযোগ আনা হয়।

এই বহিষ্কারের প্রতিবাদেই সংগঠনের ৫৬ জন নেতাকর্মী পদত্যাগ করেন। তাঁদের মধ্যে রয়েছেন—৮ জন যুগ্ম আহ্বায়ক, ৮ জন যুগ্ম সদস্য সচিব, ৪ জন সংগঠক, স্বাস্থ্য সেলের ৩ জন সদস্য এবং ৩৩ জন সাধারণ সদস্য।

রায়ান জোহান আরও বলেন, “আমরা সংগঠনের স্বচ্ছতা ও জবাবদিহিতার পক্ষে কথা বলেছিলাম। কিন্তু নেতৃত্বের একগুঁয়ে ও দমনমূলক আচরণে আমরা হতাশ। মামুন ভাই ও উল্লাস ভাইয়ের বহিষ্কার স্বৈরতান্ত্রিক মানসিকতারই প্রতিফলন।”

সামাজিক মাধ্যমে প্রতিবাদ ও সংহতি

ঘটনার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে শুরু হয় তীব্র আলোচনা। পদত্যাগকারীদের প্রতি সংহতি জানিয়ে অনেকেই বর্তমান নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। সাধারণ সদস্যরাও এই সিদ্ধান্তের পক্ষে নিজেদের অবস্থান স্পষ্ট করছেন।

নতুন পথচলার ইঙ্গিত

সংবাদ সম্মেলনে পদত্যাগকারী নেতারা জানান, তাঁরা শিগগিরই আদর্শিক ভিত্তিতে নতুন একটি ছাত্র প্ল্যাটফর্ম গঠনের চিন্তা করছেন, যেখানে গণতন্ত্র, স্বচ্ছতা ও যৌথ নেতৃত্বের উপর জোর দেওয়া হবে।

প্রেক্ষাপট

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একটি জাতীয় পর্যায়ের সংগঠন, যা শিক্ষা ও সমাজব্যবস্থায় বৈষম্য দূরীকরণের লক্ষ্যে কাজ করে। তবে কিশোরগঞ্জ জেলা কমিটিতে এই অভ্যন্তরীণ সংকট সংগঠনের ভাবমূর্তিতে বড় ধরনের আঘাত হেনেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট