1. shahinsalman99@gmail.com : দৈনিক আজকের জনতার কথা : দৈনিক আজকের জনতার কথা
  2. info@www.dainikajkerjanatarkotha.online : দৈনিক আজকের জনতার কথা :
রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে ডিলারের বিরুদ্ধে সার চুরি ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগ রাজশাহী ৩ আসনে লিফলেট বিতরণে ব্যস্ত সময় পার করছেন ইকবাল হোসেন কুড়াখাল ও মগপুস্কুরিনীকে মডেল গ্রাম গড়ার উদ্যোগ খানজাহান আলী থানার ১টি ওয়ার্ড ও ২টি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত দুর্গাপূজা উপলক্ষে সরাইলে প্রস্তুতি সভা ৫২টি মন্দিরে পূজা অনুষ্ঠিত হবে ১৫ বছর পর সম্মেলনে ফখরুলের হুঁশিয়ারি: যে নেতার নামে স্লোগান হবে, সেই মাইনাস হবেন ফুলপুরে ইউনিয়ন কৃষক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত দুইটি শব্দ(কবিতা) পবা উপজেলার দর্শন পাড়া ইউনিয়ন রাষ্ট্র সংস্কারে ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামত এ রায়হানুল আলম রায়হান এর উঠান বৈঠক “ভাইরাল ছবিতে বিতর্কে স্কুল কমিটি সদস্য”

বাগেরহাটের মোংলায় বিএনপির নেতৃত্বে আব্দুল মান্নান হাওলাদার ও আবু হোসেন হাওলাদার (পনি)।

কারিমুল ইসলাম ক্রাইম রিপোর্টার:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ৪৭ বার পড়া হয়েছে

বাগেরহাটের মোংলায় বিএনপির নেতৃত্বে আব্দুল মান্নান হাওলাদার ও আবু হোসেন হাওলাদার (পনি)।

কারিমুল ইসলাম ক্রাইম রিপোর্টার:
::
দীর্ঘ ১৭ বছর পর অনুষ্ঠিত মোংলা থানা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন থেকে ভোটের মাধ্যমে উপজেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
সকাল ১২টা থেকে একটানা ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। বুধবার (৭ই মে) উপজেলার মিঠাখালী ইউনিয়নের টাটিবুনিয়া স্কুলমাঠে সম্মেলনের উদ্বোধন করা হয়।

সম্মেলনের দ্বিতীয় পর্বে বিকেল কাউন্সিল অধিবেশন শুরু হয়। এতে মোংলা উপজেলা বিএনপির নতুন সভাপতি আব্দুল মান্নান হাওলাদার ,সাধারণ সম্পাদক আবু হোসেন হাওলাদার (পনি) ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন (১ম)শেখ সাকির হোসেন, (২য়) মৃধা ফারুকুল ইসলাম। ৬টি ইউনিয়নে ৪২৬ জনের মধ্যে ৪২৩ জন কাউন্সিলর সরাসরি ভোটের মাধ্যমে এই নেতৃবৃন্দ নির্বাচন করেন।

সভাপতি আব্দুল মান্নান হাওলাদার ২৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এস এম ফরিদ উদ্দিন আহমেদ পেয়েছেন ১৯০ ভোট।

সাধারণ সম্পাদক পদে আবু হোসেন হাওলাদার (পনি) ১৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ রুস্তুম আলী পেয়েছেন ১৮৭ ভোট। অন্য দুই প্রার্থী ঝংকার ফকির ২৮ ও মৃধা ফখরুল ইসলাম পেয়েছেন ১৮ ভোট।

সাংগঠনিক সম্পাদক পদে শেখ সাকির হোসেন ১৯৫ ভোট পেয়ে ১ম ও মৃধা ফারুকুল ইসলাম ১৯১ ভোট পেয়ে ২য় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী মো: তরিকুল ইসলাম মৃধা ১৪৩, শেখ মোস্তাফিজুর রহমান জনি ১২৪ ও সুব্রত মজুমদার পেয়েছেন ৮১ ভোট।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবীদ শামিমুর রমহান শামিম, খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক লায়ন ড. শেখ ফরিদুল ইসলামসহ জেলা, বিভাগ ও কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দরা ও মোংলা উপজেলার সকল নেতৃবৃন্দরা।

সম্মেলনে অংশ নিতে দলের নেতাকর্মীরা সকাল থেকেই বিভিন্ন মিছিল নিয়ে আসেন রঙ-বেরঙের ক্যাপ, টি-শার্ট পরে আসা নেতাকর্মীদের হাতে ছিল প্ল্যাকার্ড।
প্রধান অতিথির বক্তব্যে উঠে
আসে দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এবং বিশেষ করে জুলাই অভ্যুত্থানের পর সার্বিক পরিস্থিতি বিবেচনায় মোংলা থানা বিএনপির এই সম্মেলন ও নতুন কমিটি বিশেষ গুরুত্ব বহন করছে বলে মনে করছেন নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট