1. shahinsalman99@gmail.com : দৈনিক আজকের জনতার কথা : দৈনিক আজকের জনতার কথা
  2. info@www.dainikajkerjanatarkotha.online : দৈনিক আজকের জনতার কথা :
বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ৫২তম গ্রীষ্মকালীন ফুটবল (ছাত্র-ছাত্রী) ফাইনাল খেলা অনুষ্ঠিত রাজশাহীতে আন্তর্জাতিক সমবায় বর্ষ ২০২৫ উদযাপন: মোহনপুরে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত রাকসু নির্বাচনকে সুষ্ঠ করতে রাবির আইন-শৃঙ্খলা সভায় পুলিশ কমিশনার’র প্রত্যয় হাতেগড়া হাজারো সাংবাদিকের মাঝে বেঁচে আছেন আলতাফ হোসেন : মামুন-অর-রশিদ আমার হয়নি শোনা সাহিত্য আচার্য্য( স্বরচিত) ময়মনসিংহে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপনী অনুষ্ঠান কিশোরগঞ্জ-৫ আসনে এহসান কুফিয়ার নেতৃত্বে হাজারো মোটরসাইকেল শোভাযাত্রা টেকসই উন্নয়ন অভীষ্ঠ (এসডিজি)বাস্তবায়ন ও সমন্বয় সম্পর্কিত বিভাগীয় কমিটির সভা অনুষ্ঠিত সরাইলে মাসব্যপি টাইফয়েড টিকাদান কর্মসূচীর উদ্বোধন বাহরাইন থেকে ৬৫ লাখ টাকা নিয়ে পালিয়েছেন ফারুক বিপদে ৯০ বাংলাদেশি

কিশোরগঞ্জে পশু মোটাতাজাকরণে বিপ্লব, কোরবানির আগে প্রস্তুত ২ লাখের বেশি

: আল আমিন কিশোরগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ৫১ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জে পশু মোটাতাজাকরণে বিপ্লব, কোরবানির আগে প্রস্তুত ২ লাখের বেশি

মো: আল আমিন কিশোরগঞ্জ প্রতিনিধি

আসন্ন পবিত্র ঈদুল আজহা সামনে রেখে কিশোরগঞ্জ জেলায় পশু মোটাতাজাকরণে চলছে বিপ্লব। খামারে খামারে এখন ব্যস্ত সময় পার করছেন খামারিরা। জেলা প্রাণিসম্পদ বিভাগের তথ্য অনুযায়ী, এবার কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে ২ লাখ ১৩ হাজার ৩৬৯টি গবাদিপশু, যা গত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ।

প্রাণিসম্পদ বিভাগের তথ্য মতে, গত বছর কিশোরগঞ্জে কোরবানির পশু প্রস্তুতের সংখ্যা ছিল ১ লাখ ৬ হাজার। এবার তা দ্বিগুণ ছাড়িয়ে গেছে। জেলার প্রায় ২৩ হাজার খামারে পশু মোটাতাজাকরণ চলছে পুরোদমে। প্রস্তুত পশুর মধ্যে রয়েছে ৭০ হাজার ৭১টি ষাড়, ৪ হাজার ৬টি বলদ, ১৮ হাজার ৫৫৯টি গাভী, ১ হাজার ২৮৮টি মহিষ, ১ লাখ ১৩ হাজার ৮৯৬টি ছাগল, ৫ হাজার ৫১৬টি ভেড়া, ও ৩৩টি দুম্বা।

চাহিদা অনুযায়ী এবছর জেলায় প্রয়োজন ১ লাখ ৮০ হাজার ৯১১টি পশু। ফলে ৩২ হাজার ৪৫৮টি পশু অতিরিক্ত থাকবে, যেগুলো দেশের অন্যান্য জেলায় সরবরাহ করা হবে।

খামারিরা আশাবাদী

করিমগঞ্জ উপজেলার সিদলার পাড় গ্রামের ইয়াসিন এগ্রো ফার্মের মালিক সুমন মিয়া বলেন, “আমার খামারে এ বছর অনেক গরু দেশীয় পদ্ধতিতে মোটাতাজা করেছি। গো-খাদ্যের দাম অনেক বেড়ে যাওয়ায় গরুর দামও তুলনামূলকভাবে বেশি রাখতে হচ্ছে। এক লাখ থেকে সাড়ে চার লাখ টাকা পর্যন্ত দামের গরু রয়েছে আমাদের খামারে।”

সদর উপজেলার খামারি খোকন মিয়া জানান, তাঁর খামারে ২২টি গরু রয়েছে। এর মধ্যে ১২টি কোরবানির হাটে তুলবেন। তিনি বলেন, “গত বছর করোনা ও অন্যান্য কারণে ৯ হাজারেরও বেশি পশু অবিক্রীত ছিল। এবার সেই সমস্যা নেই, তাই ভালো দামের প্রত্যাশা করছি।”

সরাসরি খামার থেকেই পশু কেনার ঝোঁক

পশুর হাটে অতিরিক্ত খরচ ও অসুস্থ পশুর ঝুঁকির কারণে অনেক ক্রেতাই এবার সরাসরি খামার থেকে পশু কিনছেন। ক্রেতা আবুল হোসেন বলেন, “হাটে গেলে এক লাখ টাকার গরুর জন্য পাঁচ হাজার টাকা পর্যন্ত হাসিল দিতে হয়। খামার থেকে কিনলে সেটা দিতে হয় না, বরং সুস্থ ও সবল গরু পছন্দমতো নিতে পারছি।”

দেশজুড়ে চাহিদা কিশোরগঞ্জের পশুর

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুভাষ চন্দ্র পন্ডিত বলেন, “এখানকার খামারিরা প্রাকৃতিক পদ্ধতিতে—ঘাস, খৈল, ভুসি ইত্যাদি খাইয়ে পশু মোটাতাজা করেন। ফলে এখানকার পশুর দেশজুড়ে ব্যাপক চাহিদা রয়েছে। বাজার ভালো থাকলে এবার কিশোরগঞ্জ জেলায় হাজার কোটি টাকার পশু বিক্রির সম্ভাবনা রয়েছে। আমরা খামারিদের নিয়মিত পরামর্শ ও সহযোগিতা দিয়ে যাচ্ছি।”

গ্রামীণ অর্থনীতিতে নতুন গতি

জেলার বিভিন্ন এলাকায় এখন শুধু দুধ উৎপাদন নয়, বছরজুড়েই উন্নত জাতের গরু, ছাগল, মহিষ, ভেড়া পালন করে মোটাতাজাকরণের মাধ্যমে আয় করছেন খামারিরা। এতে করে নতুন করে গড়ে উঠেছে অনেক বাণিজ্যিক খামার।
স্থানীয় চাহিদা মিটিয়ে অতিরিক্ত পশু দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হবে, যা গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট