1. shahinsalman99@gmail.com : দৈনিক আজকের জনতার কথা : দৈনিক আজকের জনতার কথা
  2. info@www.dainikajkerjanatarkotha.online : দৈনিক আজকের জনতার কথা :
বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ৫২তম গ্রীষ্মকালীন ফুটবল (ছাত্র-ছাত্রী) ফাইনাল খেলা অনুষ্ঠিত রাজশাহীতে আন্তর্জাতিক সমবায় বর্ষ ২০২৫ উদযাপন: মোহনপুরে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত রাকসু নির্বাচনকে সুষ্ঠ করতে রাবির আইন-শৃঙ্খলা সভায় পুলিশ কমিশনার’র প্রত্যয় হাতেগড়া হাজারো সাংবাদিকের মাঝে বেঁচে আছেন আলতাফ হোসেন : মামুন-অর-রশিদ আমার হয়নি শোনা সাহিত্য আচার্য্য( স্বরচিত) ময়মনসিংহে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপনী অনুষ্ঠান কিশোরগঞ্জ-৫ আসনে এহসান কুফিয়ার নেতৃত্বে হাজারো মোটরসাইকেল শোভাযাত্রা টেকসই উন্নয়ন অভীষ্ঠ (এসডিজি)বাস্তবায়ন ও সমন্বয় সম্পর্কিত বিভাগীয় কমিটির সভা অনুষ্ঠিত সরাইলে মাসব্যপি টাইফয়েড টিকাদান কর্মসূচীর উদ্বোধন বাহরাইন থেকে ৬৫ লাখ টাকা নিয়ে পালিয়েছেন ফারুক বিপদে ৯০ বাংলাদেশি

আবদুল হামিদের বিদেশ যাত্রায় প্রশাসনিক পদক্ষেপ: কিশোরগঞ্জের এসপি প্রত্যাহার

কিশোরগঞ্জ প্রতিনিধি আল আমিন
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ৬০ বার পড়া হয়েছে

আবদুল হামিদের বিদেশ যাত্রায় প্রশাসনিক পদক্ষেপ: কিশোরগঞ্জের এসপি প্রত্যাহার

কিশোরগঞ্জ প্রতিনিধি আল আমিন

সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের থাইল্যান্ডে চিকিৎসার উদ্দেশ্যে দেশত্যাগের ঘটনায় কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরীকে প্রত্যাহার করা হয়েছে। একইসঙ্গে তার বিরুদ্ধে দায়ের হওয়া একটি মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. আজহারুল ইসলাম এবং স্পেশাল ব্রাঞ্চের (এসবি) এটিএসআই মো. সোলায়মানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ মে) রাত ৮টার দিকে গণমাধ্যমে পাঠানো এক ক্ষুদেবার্তায় এ তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ পুলিশের সদর দপ্তরের মুখপাত্র ও সহকারী মহাপরিদর্শক (এআইজি) ইনামুল হক সাগর।

পারিবারিক সূত্রে জানা গেছে, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ দীর্ঘদিন ধরে চোখের সমস্যা, কিডনি জটিলতা এবং পাইলসের সমস্যায় ভুগছিলেন। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তিনি বুধবার (৭ মে) দিবাগত রাত ৩টা ৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।

তবে তার এই বিদেশ সফর নিয়ে প্রশাসনের ভেতরে ও বাইরে ব্যাপক আলোচনা তৈরি হয়, কারণ তার বিরুদ্ধে একটি হত্যা মামলা বিচারাধীন রয়েছে।

মামলার পটভূমি অনুযায়ী, চলতি বছরের ১৪ জানুয়ারি কিশোরগঞ্জ সদর উপজেলার লতিবাদ ইউনিয়নের বাসিন্দা তহমুল ইসলাম মাজহারুল কিশোরগঞ্জ সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ছাড়াও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুল এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে আসামি করা হয়।

বাদীর অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসা থেকেই তার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। মামলাটি আমলে নেওয়ার পর তা তদন্তাধীন রয়েছে বলে পুলিশ সূত্র জানিয়েছে।

বিদেশ গমনের অনুমতি ও প্রশাসনিক ব্যর্থতা নিয়ে প্রশ্ন উঠলে পুলিশ সদর দপ্তর বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে ব্যবস্থা গ্রহণ করে। এরই ধারাবাহিকতায় কিশোরগঞ্জের পুলিশ সুপারকে প্রত্যাহার এবং মামলার সঙ্গে সংশ্লিষ্ট দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

এ ঘটনায় স্থানীয় প্রশাসন এবং রাজনৈতিক মহলে আলোচনার ঝড় উঠেছে। অনেকেই প্রশ্ন তুলছেন—একজন হত্যা মামলার আসামি কীভাবে এত সহজে বিদেশে চলে গেলেন এবং প্রশাসন সে বিষয়ে কোনো পদক্ষেপ না নিয়ে কীভাবে তার যাত্রার অনুমতি দিল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট