1. shahinsalman99@gmail.com : দৈনিক আজকের জনতার কথা : দৈনিক আজকের জনতার কথা
  2. info@www.dainikajkerjanatarkotha.online : দৈনিক আজকের জনতার কথা :
বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ৫২তম গ্রীষ্মকালীন ফুটবল (ছাত্র-ছাত্রী) ফাইনাল খেলা অনুষ্ঠিত রাজশাহীতে আন্তর্জাতিক সমবায় বর্ষ ২০২৫ উদযাপন: মোহনপুরে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত রাকসু নির্বাচনকে সুষ্ঠ করতে রাবির আইন-শৃঙ্খলা সভায় পুলিশ কমিশনার’র প্রত্যয় হাতেগড়া হাজারো সাংবাদিকের মাঝে বেঁচে আছেন আলতাফ হোসেন : মামুন-অর-রশিদ আমার হয়নি শোনা সাহিত্য আচার্য্য( স্বরচিত) ময়মনসিংহে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপনী অনুষ্ঠান কিশোরগঞ্জ-৫ আসনে এহসান কুফিয়ার নেতৃত্বে হাজারো মোটরসাইকেল শোভাযাত্রা টেকসই উন্নয়ন অভীষ্ঠ (এসডিজি)বাস্তবায়ন ও সমন্বয় সম্পর্কিত বিভাগীয় কমিটির সভা অনুষ্ঠিত সরাইলে মাসব্যপি টাইফয়েড টিকাদান কর্মসূচীর উদ্বোধন বাহরাইন থেকে ৬৫ লাখ টাকা নিয়ে পালিয়েছেন ফারুক বিপদে ৯০ বাংলাদেশি

বাগেরহাটের মোংলায় চলছে বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন ২০২৫।

কারিমুল ইসলাম ক্রাইম রিপোর্টার ঃ
  • প্রকাশিত: বুধবার, ৭ মে, ২০২৫
  • ৫৪ বার পড়া হয়েছে

বাগেরহাটের মোংলায় চলছে বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন ২০২৫।

কারিমুল ইসলাম ক্রাইম রিপোর্টার ঃ

প্রায় দেড় দশক পর বুধবার (৭ই মে) আনুষ্ঠানিকভাবে মোংলা থানা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্চে। দীর্ঘদিন পরঅনুষ্ঠেয় সম্মেলনকে ঘিরে দলীয় নেতা-কর্মী, সমর্থকদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।
সড়কের পাশে শোভা পাচ্ছে শীর্ষ তিনটি পদে নেতৃত্ব প্রত্যাশী ও দলীয় শীর্ষ নেতাদের ছবিসংবলিত রঙ-বেরঙের প্যানা, ব্যানার, ফেস্টুন আর পোস্টার উপজেলার মিঠাখালীসহ পার্শ্ববর্তী এলাকায় বিএনপির নেতৃত্বপ্রত্যাশীদের প্যানা, ব্যানার আর ফেস্টুনে ছেয়ে গেছে। সম্মেলনকে স্বাগত জানিয়ে নির্মাণ করা হয়েছে তোরণ। সেখানে শোভা পাচ্ছে দলের শীর্ষ নেতাদের ছবি। সম্মেলনকে কেন্দ্র করে তৃণমূলের কর্মীরাও ব্যাপকভাবে উচ্ছ্বসিত। এদিকে সম্মেলনকে শতভাগ সফল ও বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিতির লক্ষ্যে প্রার্থীরা ব্যস্ত সময় পার করছেন।

অনুষ্ঠিতব্য সম্মেলনে থানা বিএনপি’র নেতৃত্ব প্রত্যাশী শীর্ষ ৩টি পদে ১১ জন প্রতিদ্বন্দ্বীতা করছেন। এদের মধ্যে সভাপতি হিসেবে বর্তমান থানা বিএনপি’র আহবায়ক এস এম ফরিদ উদ্দিন আহমেদ ও সদস্য সচিব মো: আ: মান্নান হাওলাদার।

সাধারণ সম্পাদক হিসেবে উপজেলা যুবদলের সাবেক সভাপতি মো: আবু হোসেন পনি, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ রুস্তম আলী, মৃধা ফকরুল ইসলাম ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ঝংকার ফকির।

সাংগাঠনিক সম্পাদক হিসেবে উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মৃধা ফারুকুল ইসলাম, সুন্দরবন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো: তরিকুল ইসলাম মৃধা, যুবদল নেতা শেখ মোস্তাফিজুর রহমান জনি, চাঁদপাই ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি শেখ শাকির হোসেন ও উপজেলা যুবদলের সাবেক প্রচার সম্পাদক ও তাতীদলের সাবেক সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার।

প্রধান অতিথির বক্তব্য রাখেন অনিন্দ্য ইসলাম অমিত ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক বিএনপি জাতীয় নির্বাহী কমিটি খুলনা বিভাগ
অনুষ্ঠানে উদ্বোধন করেন ইঞ্জিনিয়ার এ টি এম আকরাম হোসেন তালিম আহবায় বাগেরহাট জেলা বিএনপি
প্রধান অতিথির বক্তব্যে উঠে আসে দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এবং বিশেষ করে জুলাই অভ্যুত্থানের পর সার্বিক পরিস্থিতি বিবেচনায় মোংলা থানা বিএনপির এই সম্মেলন বিশেষ গুরুত্ব বহন করছে বলে মনে করছেন নেতাকর্মীরা।

এমন বাস্তবতায় এই সম্মেলন মোংলা থানা বিএনপির জন্য একটি মোড় ঘোরানো সুযোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

তরুণ নেতাকর্মীরা তুলনামূলকভাবে মাঠে সক্রিয় থাকায় তাদের আধিপত্য রয়েছে সর্বত্র। তৃণমূলের নেতা-কর্মীদের আশা, এই সম্মেলনের মাধ্যমে গণতান্ত্রিক চর্চার ভিত আরও দৃঢ় হবে এবং দল নতুন নেতৃত্ব পাবে, যারা মাঠপর্যায়ের রাজনীতিকে আরও সক্রিয় করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট