1. shahinsalman99@gmail.com : দৈনিক আজকের জনতার কথা : দৈনিক আজকের জনতার কথা
  2. info@www.dainikajkerjanatarkotha.online : দৈনিক আজকের জনতার কথা :
শনিবার, ২৬ জুলাই ২০২৫, ০১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
খুলনা শিরোমনি সার গুদাম ঘাট ও হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সুষ্টু ও শান্তিপুর্ণ ভাবে সম্পন্ন # সভাপতি শামিম হোসেন এবং সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন নির্বাচিত কুমিল্লার চান্দিনায় বিএনপির বিক্ষোভ মিছিল ও র‍্যালী অনুষ্ঠিত হয় । কিশোরগঞ্জ জেলা যুবদল নেতা আরিফুল ইসলাম সুজনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত। কিশোরগঞ্জে ব্যবসায়ী সৈয়দ আলী হত্যা মামলায় ১৩ জনের যাবজ্জীবন একই পরিবারের ৯ জন, পলাতক ৬ আসামি জামায়াতের মহাসমাবেশ সফল করার আহ্বান: কিশোরগঞ্জে মিছিল ও লিফলেট বিতরণ হাওরাঞ্চলের কবি ও অধ্যাপক মহিবুর রহিম আর নেই শিবগঞ্জে বিনামূল্যে বই ও রাস্তার ধারে গাছ লাগিয়ে আনন্দ পাই বই প্রেমিক নাহিদ মাদক ব্যবসায়ী ২জন ৭৭০পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার। জাতীয় সমাবেশ সফল করতে বাগেরহাটে জামায়াতের মিছিল অনুষ্ঠিত। কিশোরগঞ্জে শ্রদ্ধা ও বেদনায় “জুলাই শহিদ দিবস” পালিত আলোচনা সভা, দোয়া ও মোনাজাতে শহীদদের প্রতি শ্রদ্ধা

ইমামের মৃত্যুর প্রতিবাদে ভৈরবে মহাসড়ক অবরোধ, যাত্রী ভোগান্তি চরমে

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:আল আমিন
  • প্রকাশিত: সোমবার, ৫ মে, ২০২৫
  • ৫০ বার পড়া হয়েছে

ইমামের মৃত্যুর প্রতিবাদে ভৈরবে মহাসড়ক অবরোধ, যাত্রী ভোগান্তি চরম

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:আল আমিন

কিশোরগঞ্জের ভৈরবে ইসলামী ছাত্রসেনার নেতাকর্মীরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। সোমবার (৫ মে) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলা এই অবরোধের ফলে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে করে শত শত যাত্রীবাহী ও মালবাহী যানবাহন আটকে পড়ে এবং যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়।

বিক্ষোভকারীরা জানান, গাজীপুরের হায়দরাবাদ এলাকায় এক শিশু বলাৎকারের অভিযোগে গণপিটুনিতে নিহত ইমাম রইস উদ্দিনের ঘটনায় বিচার না হওয়ায় তাঁরা রাস্তায় নেমেছেন। নিহত রইস উদ্দিন ছিলেন ইসলামী ছাত্রসেনার সাবেক নেতা ও হায়দরাবাদ আখলাদুল জামে মসজিদের ইমাম।

ঘটনার বিবরণে জানা যায়, ২৭ এপ্রিল রাতে রইস উদ্দিনকে এক শিশু বলাৎকারের অভিযোগে স্থানীয় লোকজন আটক করে মারধর করে। পরে পুলিশ এসে তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। সেখানেই তিনি অসুস্থ হয়ে পড়লে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ইসলামী ছাত্রসেনার নেতারা অভিযোগ করে বলেন, “এটি পরিকল্পিত হত্যা। শিশুকে বলাৎকারের অভিযোগ সাজানো হয়েছে। রইস উদ্দিন একজন ধর্মভীরু মানুষ ছিলেন।” তাঁরা অবিলম্বে দোষীদের শনাক্ত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এদিকে, বিক্ষোভ চলাকালে মহাসড়কের দুই পাশে প্রায় ৮ কিলোমিটার এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। দীর্ঘ সময় সড়কে আটকে থেকে যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়। পরবর্তীতে পুলিশ ও স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে দুপুর ১২টার দিকে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “ঘটনার তদন্ত চলছে। কেউ আইন হাতে তুলে নিলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। ইমামের মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্ত প্রতিবেদন ও অন্যান্য প্রমাণাদি যাচাই করা হচ্ছে।”

বিক্ষোভকারীরা জানিয়েছেন, দাবি আদায় না হলে তারা আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট