1. shahinsalman99@gmail.com : দৈনিক আজকের জনতার কথা : দৈনিক আজকের জনতার কথা
  2. info@www.dainikajkerjanatarkotha.online : দৈনিক আজকের জনতার কথা :
রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে ডিলারের বিরুদ্ধে সার চুরি ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগ রাজশাহী ৩ আসনে লিফলেট বিতরণে ব্যস্ত সময় পার করছেন ইকবাল হোসেন কুড়াখাল ও মগপুস্কুরিনীকে মডেল গ্রাম গড়ার উদ্যোগ খানজাহান আলী থানার ১টি ওয়ার্ড ও ২টি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত দুর্গাপূজা উপলক্ষে সরাইলে প্রস্তুতি সভা ৫২টি মন্দিরে পূজা অনুষ্ঠিত হবে ১৫ বছর পর সম্মেলনে ফখরুলের হুঁশিয়ারি: যে নেতার নামে স্লোগান হবে, সেই মাইনাস হবেন ফুলপুরে ইউনিয়ন কৃষক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত দুইটি শব্দ(কবিতা) পবা উপজেলার দর্শন পাড়া ইউনিয়ন রাষ্ট্র সংস্কারে ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামত এ রায়হানুল আলম রায়হান এর উঠান বৈঠক “ভাইরাল ছবিতে বিতর্কে স্কুল কমিটি সদস্য”

আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে কিশোরগঞ্জ জেলা শ্রমিক দলের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:আল আমিন
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ৫৬ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে কিশোরগঞ্জ জেলা শ্রমিক দলের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:আল আমিন

আজ ১ মে ২০২৫, বৃহস্পতিবার, আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে কিশোরগঞ্জ জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে ঐতিহাসিক রথখলা ময়দানে এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। বিশ্বব্যাপী শ্রমিকদের ন্যায্য অধিকার, মর্যাদা ও মজুরির দাবিতে দিনটি উদযাপিত হয়। “দুনিয়ার মজদুর এক হও, মে দিবস দিচ্ছে ডাক, বৈষম্য নিপাত যাক” এই স্লোগানকে সামনে রেখে আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র‌্যালি রথখলা ময়দান থেকে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় রথখলায় এসে শেষ হয়। র‌্যালিতে ব্যানার, ফেস্টুন, শ্লোগানে মুখরিত হয় পুরো এলাকা। পরে রথখলা ময়দানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলা শ্রমিক দলের বিপ্লবী সভাপতি জনাব সালাহউদ্দিন বাচ্চু এবং সঞ্চালনা করেন সংগ্রামী সাধারণ সম্পাদক মোঃ দিদারুল হক।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব মাজহারুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন:
জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম মোল্লা, অ্যাডভোকেট জালাল মোঃ গাউস, মোঃ রুহুল হোসাইন, নিজাম উদ্দিন খান নয়ন, অ্যাডভোকেট শরিফুল ইসলাম, মোঃ ইসমাইল হোসেন মধু, সাবেক পৌর মেয়র আলহাজ্ব মোঃ আবু তাহের মিয়া,
সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ খালেদ সাইফুল্লাহ ভিপি সোহেল,
জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিনুল ইসলাম রতন,
পৌর বিএনপির সভাপতি মোঃ আমিনুল ইসলাম আশফাক,
সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুল আলম,
সাংগঠনিক সম্পাদক মোঃ হানিফ উদ্দিন আহাম্মেদ রনক,
জেলা যুবদলের সভাপতি মোঃ খসরুজ্জামান (জি.এস শরিফ),
সাধারণ সম্পাদক মোঃ আবদুল্লাহ আল মাসুদ সুমন,
স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ আবু নাসের সুমন,
ছাত্র দলের সভাপতি মোঃ মারুফ মিয়া ও সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ নেভিন,
মৎসজীবী দলের সভাপতি মোঃ রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক রবিউল হক (সিল্কী শ্যামল),
কৃষক দলের সদস্য সচিব মোঃ উবায়দুল্লাহ,
বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ উদ্দিন,
পৌর শ্রমিক দলের আহ্বায়ক মোঃ তারেক মনোয়ারসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, শ্রমিকদের ন্যায্য মজুরি ও অধিকার আদায়ের সংগ্রাম এখনও চলমান। তারা অভিযোগ করেন, বর্তমান সরকার শ্রমিকদের অধিকার হরণ করছে এবং মেহনতি মানুষের কণ্ঠ রোধ করতে চায়। বক্তারা আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে শ্রমজীবী মানুষের অধিকার রক্ষা ও কল্যাণে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

অনুষ্ঠান শেষে শ্রমিকদের সম্মানে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট