1. shahinsalman99@gmail.com : দৈনিক আজকের জনতার কথা : দৈনিক আজকের জনতার কথা
  2. info@www.dainikajkerjanatarkotha.online : দৈনিক আজকের জনতার কথা :
রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে ডিলারের বিরুদ্ধে সার চুরি ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগ রাজশাহী ৩ আসনে লিফলেট বিতরণে ব্যস্ত সময় পার করছেন ইকবাল হোসেন কুড়াখাল ও মগপুস্কুরিনীকে মডেল গ্রাম গড়ার উদ্যোগ খানজাহান আলী থানার ১টি ওয়ার্ড ও ২টি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত দুর্গাপূজা উপলক্ষে সরাইলে প্রস্তুতি সভা ৫২টি মন্দিরে পূজা অনুষ্ঠিত হবে ১৫ বছর পর সম্মেলনে ফখরুলের হুঁশিয়ারি: যে নেতার নামে স্লোগান হবে, সেই মাইনাস হবেন ফুলপুরে ইউনিয়ন কৃষক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত দুইটি শব্দ(কবিতা) পবা উপজেলার দর্শন পাড়া ইউনিয়ন রাষ্ট্র সংস্কারে ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামত এ রায়হানুল আলম রায়হান এর উঠান বৈঠক “ভাইরাল ছবিতে বিতর্কে স্কুল কমিটি সদস্য”

মোংলা শ্রমিক দলের প্রস্তুতি সভায় হামলা শহরে উত্তেজনা আইন-শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা জোরদার।

গাজী মনিরুজ্জামান (মনি) বার্তা সম্পাদক বাগেরহাট জেলা।
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ৭২ বার পড়া হয়েছে

মোংলা শ্রমিক দলের প্রস্তুতি সভায় হামলা শহরে উত্তেজনা আইন-শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা জোরদার।

গাজী মনিরুজ্জামান (মনি) বার্তা সম্পাদক বাগেরহাট জেলা।

মে দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদলের প্রস্তুতি সভায় হামলার অভিযোগ উঠেছে তিতুমীর নামে এক সাবেক শ্রমিক ও তার অনুসারীদের বিরুদ্ধে।

বুধবার (২৯ এপ্রিল) মোংলা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে বাগেরহাট জেলা যুবদলের সদস্য ও মোংলা পৌরসভার সাবেক প্যানেল মেয়র মোঃ আলাউদ্দিন বলেন,তিতুমীরের নেতৃত্বে এটি একটি পূর্বপরিকল্পিত হামলা। উদ্দেশ্য ছিল শ্রমিক ঐক্য বিনষ্ট করে মোংলা বন্দর অচল করা।তিনি আরও অভিযোগ করেন, “তারা এখন বলছে—তিনজন অপহৃত হয়েছে। অথচ এদের কোন প্রমাণ নেই। বরং এনসিপি ঢাকায় মিছিল করে পুরো বিষয়টি ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছে এবং নিখোঁজের ঘটনা ছড়িয়ে হাস্যরসে পরিণত করেছে।

আলাউদ্দিন জানান, তিতুমীর ২০০৫ সালে গোল্ডেন হ্যান্ডশেক নিয়ে অবসরে যান এবং পরে শ্রমিক সমাজে চাঁদাবাজি, মাদকাসক্তি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত হয়ে পড়েন। সংবাদ সম্মেলনে আরও দাবি করা হয়, তিতুমীরের সঙ্গে পতিত আওয়ামী লীগ সরকারের দোষর এবং প্রভাবশালী কিছু শ্রমিক নেতা জড়িত, যারা নেপথ্যে কলকাঠি নাড়ছেন।

এদিকে, ঘটনার পরিপ্রেক্ষিত প্রতিক্রিয়া জানিয়ে মোংলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী হাসান বলেন, “সোমবারের( ২৮ এপ্রিল) শ্রমিক সংঘের ঘটনার বিষয়ে কেউ নিখোঁজ হয়েছে এমন কোনো তথ্য আমাদের কাছে নেই। কেউ এ বিষয়ে কোনো লিখিত বা মৌখিক অভিযোগ করেনি এবং আমরা ঘটনাটির কোনো সত্যতা পাইনি। আমাদের ধারণা, বিষয়টি সম্পূর্ণ গুজব। বর্তমানে শ্রমিসংঘ চত্বরে প্রশাসন মোতায়েন রয়েছে, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।”

শ্রমিক নেতা আলাউদ্দিন বলেন, দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলায় রাজনৈতিক অস্থিরতা অর্থনীতিকে ঝুঁকিতে ফেলছে। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ও দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা দাবি করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট