1. shahinsalman99@gmail.com : দৈনিক আজকের জনতার কথা : দৈনিক আজকের জনতার কথা
  2. info@www.dainikajkerjanatarkotha.online : দৈনিক আজকের জনতার কথা :
শুক্রবার, ২৫ জুলাই ২০২৫, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
খুলনা শিরোমনি সার গুদাম ঘাট ও হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সুষ্টু ও শান্তিপুর্ণ ভাবে সম্পন্ন # সভাপতি শামিম হোসেন এবং সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন নির্বাচিত কুমিল্লার চান্দিনায় বিএনপির বিক্ষোভ মিছিল ও র‍্যালী অনুষ্ঠিত হয় । কিশোরগঞ্জ জেলা যুবদল নেতা আরিফুল ইসলাম সুজনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত। কিশোরগঞ্জে ব্যবসায়ী সৈয়দ আলী হত্যা মামলায় ১৩ জনের যাবজ্জীবন একই পরিবারের ৯ জন, পলাতক ৬ আসামি জামায়াতের মহাসমাবেশ সফল করার আহ্বান: কিশোরগঞ্জে মিছিল ও লিফলেট বিতরণ হাওরাঞ্চলের কবি ও অধ্যাপক মহিবুর রহিম আর নেই শিবগঞ্জে বিনামূল্যে বই ও রাস্তার ধারে গাছ লাগিয়ে আনন্দ পাই বই প্রেমিক নাহিদ মাদক ব্যবসায়ী ২জন ৭৭০পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার। জাতীয় সমাবেশ সফল করতে বাগেরহাটে জামায়াতের মিছিল অনুষ্ঠিত। কিশোরগঞ্জে শ্রদ্ধা ও বেদনায় “জুলাই শহিদ দিবস” পালিত আলোচনা সভা, দোয়া ও মোনাজাতে শহীদদের প্রতি শ্রদ্ধা

মাগুরায় শীর্ষ সন্ত্রাসী ও বিএনপি নেতা ফরিদ হাসান খান অস্ত্র সহ আটক

স্টাফ রিপোর্টার তরিকুল ইসলাম তুহিন মাগুরা
  • প্রকাশিত: বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ৪৪ বার পড়া হয়েছে

মাগুরায় শীর্ষ সন্ত্রাসী ও বিএনপি নেতা ফরিদ হাসান খান অস্ত্র সহ আটক।

মোঃ তারিকুল ইসলাম তুহিন,স্টাফ রিপোর্টার,মাগুরাঃ

মাগুরা সদর উপজেলার পারলা এলাকায় সেনাবাহিনীর যৌথ অভিযানে বেশকিছু দেশী বিদেশি আগ্নেয়াস্ত্র, ধারালো অস্ত্র এবং মাদক সহ মোঃ ফরিদ হাসান খান সহ তার ০৮ জন সহযোগীকে আটক।

০৯/০৪/২০২৫ রাত ১২:০১ ঘটিকার সময় গোয়েম্দা তথ্যের ভিতিতে জানতে পারে মাগুরা পারলা এলাকায় শীর্ষ সন্ত্রাসী ফরিদ হাসান খান অস্ত্র সহ সহোযোগীদের নিয়ে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে তৎক্ষণাৎ বিএ ৭৩৩২ লেফটেন্যান্ট কর্ণেল আনন্দ মোস্তফা মিশু, পিএসসি, অধিনায়ক, ১৪ বীরের সার্বিক নেতৃত্বে ১৪ বীর কর্তৃক উক্ত এলাকায় অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে বিএ ১০০৩৩ মেজর সাফিন আল সাইফ পলকের নেতৃত্বে মাগুরা সদর আর্মি ক্যাম্প এবং বিএ ১১২৯৯ ক্যাপ্টেন আর রাফিউল আহসানের নেতৃত্বে মোহাম্মদপুর আর্মি ক্যাম্প অংশগ্রহন করে। এছাড়াও উক্ত অভিযানে বিএ-১১৯৬৪ লেঃ ফাহাদ আনোয়ার তকি ও বিএ-১২৩৪৯ লেঃ মোঃ শাহরিয়ার হোসেন হিমেল অংশগ্রহণ করে।
বিএ ৭৩৩২ লেফটেন্যান্ট কর্ণেল আনন্দ মোস্তফা নেতৃত্বে সেনা বাহিনীর একটি চৌকস দল বিশেষ অভিযান পরিচালনা করা কালে ১/ ফরিদ হাসান খান (৫৬)পিতাঃ মৃত হাবিবুর রহমান গ্রামঃ পারলা, থানাঃ মাগুরা সদর
জেলাঃ মাগুরা ২/কাজী আরিফুল হক পাভেল (৪৫), পিতাঃ মৃত আনারুল হক,গ্রামঃ ভায়না,থানাঃ মাগুরা সদর,জেলাঃ মাগুরা,০৩/মোঃ সোহেল রেজা (৩৮),পিতাঃ মৃত আঃ খালেক বিশ্বাস,গ্রামঃ বন্যাতৈল, থানাঃ মাগুরা সদর জেলাঃ মাগুরাৃ ০৪/ মোঃ নূহুদারুল হুদা (৫৯, পিতাঃ মৃত নুরুল হুদা,গ্রামঃ হাসপাতাল পাড়া থানাঃ মাগুরা সদর,জেলাঃ মাগুরা, ০৫/ মোঃ ইলিয়াছ খান (৩৩),পিতাঃ আঃ মালেক খান,গ্রামঃ জামুরা,থানাঃ পটুয়াখালী সদর,জেলাঃ পটুয়াখালী, ০৬/মোঃ আইনূল হোসাইন (৪৪),পিতাঃ আঃ রউফ মোল্ল্যা,গ্রামঃ
বাখেরা,থানাঃ শ্রীপুর,জেলাঃ মাগুরা,০৭/ মোঃ আব্দুল জলিল জুয়েল (৩৫),পিতাঃ মৃত হাফিজুর রহমান,গ্রামঃ আবালপুর,থানাঃ মাগুরা সদর,জেলাঃ মাগুরা, ০৮/ মোঃ শাহিন শেখ (২৮),পিতাঃ লাল মিয়া শেখ, গ্রামঃ মাগুরা,থানাঃ মাগুরা সদরজেলাঃ মাগুরা, ০৯/ সৈয়দ খায়রুল আলম শাওন (৪৮),পিতাঃ নুরুল আলম, গ্রামঃ মোহাম্মদপুর,থানাঃ আদাবর,জেলাঃ ঢাকা, আসামীদের কে আটক করতে সক্ষম হই। আটক কালে তাদের নিকট থেকে চাইনিজ পিস্তল- ০১ টি,ম্যাগাজিন – ০১ টি,ওয়ান শুটার গান- ০২ টি,ওয়ান শুটার গান এ্যামুঃ – ০৪ টি,এয়ার গান- ০১ টি,এয়ার গান এ্যামুঃ – ২৬৪ রাউন্ড, .২২ এ্যামুনিশন- ০৭ রাউন্ড, পিস্তল এ্যামুনিশন- ০১ রাউন্ড, চাইনিজ কুড়াল – ০২ টি,চাপাতি – ০৬ টি, মদ – ০২ বোতল (কেরু এ‍্যান্ড কোং),নগদ অর্থ – ১,৪৫,০০০/-, মোবাইল – ১১ টি অস্ত্র সহ টাকা ও মোবাইল জব্দ করা।

বিএ ৭৩৩২ লেফটেন্যান্ট কর্ণেল আনন্দ মোস্তফা এর কাছে উক্ত অভিযান বিষয় জানতে চাইলে, তিনি বলেন গোয়েম্দা তথ্য আসে মাগুরা সদর উপজেলার পারলা এলাকায় শীর্ষ সন্ত্রাসী ও বিএনপি নেতা ফরিদ হাসান খান অস্ত্র সহ সহযোগীদের নিয়ে অবস্হান করছে। এমন তথ্যের ভিত্তিতে আমি সাথে সাথে আমার সেনাবাহিনীর একটি চৌকস দল অভিযান চালায়। উল্লেখ্য যে, ফরিদ হাসান খান বর্তমানে মাগুরা সদর এলাকা সহ আশপাশে অস্ত্র প্রদর্শনের মাধ্যমে চাঁদাবাজি, লুটপাট, ভয়ভীতি প্রদর্শনসহ নানান ধরনের অপকর্মে লিপ্ত ছিল বলে নানান মহল থেকে অভিযোগ আসে। আমরা সেনাবাহিনী বাংলাদেশের জনগনের জান মাল ও সরকারী সম্পদ রক্ষার্থে এরকম অভিযান চলমান থাকবে।
অভিযানে গ্রেফতারকৃত আসামিদেরকে জব্দকৃত মালামালসহ মাগুরা সদর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট