1. shahinsalman99@gmail.com : দৈনিক আজকের জনতার কথা : দৈনিক আজকের জনতার কথা
  2. info@www.dainikajkerjanatarkotha.online : দৈনিক আজকের জনতার কথা :
বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ৫২তম গ্রীষ্মকালীন ফুটবল (ছাত্র-ছাত্রী) ফাইনাল খেলা অনুষ্ঠিত রাজশাহীতে আন্তর্জাতিক সমবায় বর্ষ ২০২৫ উদযাপন: মোহনপুরে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত রাকসু নির্বাচনকে সুষ্ঠ করতে রাবির আইন-শৃঙ্খলা সভায় পুলিশ কমিশনার’র প্রত্যয় হাতেগড়া হাজারো সাংবাদিকের মাঝে বেঁচে আছেন আলতাফ হোসেন : মামুন-অর-রশিদ আমার হয়নি শোনা সাহিত্য আচার্য্য( স্বরচিত) ময়মনসিংহে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপনী অনুষ্ঠান কিশোরগঞ্জ-৫ আসনে এহসান কুফিয়ার নেতৃত্বে হাজারো মোটরসাইকেল শোভাযাত্রা টেকসই উন্নয়ন অভীষ্ঠ (এসডিজি)বাস্তবায়ন ও সমন্বয় সম্পর্কিত বিভাগীয় কমিটির সভা অনুষ্ঠিত সরাইলে মাসব্যপি টাইফয়েড টিকাদান কর্মসূচীর উদ্বোধন বাহরাইন থেকে ৬৫ লাখ টাকা নিয়ে পালিয়েছেন ফারুক বিপদে ৯০ বাংলাদেশি

ফিলিস্তানিদের ওপর ইসরাইলের গণহত্যার প্রতিবাদে কালীগঞ্জে বিশাল বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদন :ব্যবস্থাপনা পরিচালক(আজকের জনতার কথা পত্রিকা) :এডভোকেট মুজাহিদুল ইসলাম
  • প্রকাশিত: সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ৯৪ বার পড়া হয়েছে

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে কালীগঞ্জে বিশাল বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক :ব্যবস্থাপনা পরিচালক (আজকের জনতার কথা পত্রিকা) এডভোকেট মুজাহিল ইসলাম

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের চলমান বর্বরতম গণহত্যার প্রতিবাদে ডাকা বৈশ্বিক ধর্মঘটের সঙ্গে একাত্মতা প্রকাশ করে কালীগঞ্জে অনুষ্ঠিত হয়েছে বিশাল বিক্ষোভ মিছিল। মানবতার পক্ষে এবং নিপীড়িত ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানাতে সোমবার (৭ এপ্রিল) সকাল ১০টায় কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজ প্রাঙ্গণ থেকে এই মিছিলের সূচনা হয়।

‘কালীগঞ্জের সর্বস্তরের জনগণ’ ব্যানারে আয়োজিত এ বিক্ষোভ মিছিলে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, পেশাজীবী সংগঠন, শিক্ষার্থী এবং সাধারণ মানুষ অংশ নেন। মিছিলটি কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে এটি উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পুরো শহরজুড়ে মিছিলের শ্লোগানে মুখরিত হয়ে ওঠে।

বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা ‘ফিলিস্তিনের বিজয় নিশ্চিত’, ‘গণহত্যার প্রতিবাদে বিশ্ব একত্রিত হোক’, ‘ইসরায়েলি সন্ত্রাস বন্ধ কর’, ‘মানবতার পক্ষে দাঁড়াও’ ইত্যাদি বিভিন্ন শ্লোগান দেন। তাঁরা ফিলিস্তিনের জনগণের প্রতি অকুণ্ঠ সমর্থন এবং ইসরায়েলের অব্যাহত দখলদারিত্ব ও নৃশংসতার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

শহীদ মিনারে সমাপ্তিপর্বে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে বক্তারা বলেন, “ফিলিস্তিনের জনগণের ওপর যে গণহত্যা চালানো হচ্ছে, তা ইতিহাসের অন্যতম জঘন্য মানবতাবিরোধী অপরাধ। এই অবিচারের বিরুদ্ধে বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ হতে হবে।” বক্তারা আরও বলেন, “ইসরায়েলের রাষ্ট্রীয় সন্ত্রাস বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর ভূমিকা নিতে হবে। পাশাপাশি বাংলাদেশসহ বিশ্বের প্রতিটি শান্তিকামী মানুষকে ফিলিস্তিনিদের ন্যায়সংগত সংগ্রামে পাশে দাঁড়াতে হবে।”

সমাবেশ শেষে শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে বিক্ষোভ মিছিলের আয়োজনকারীরা জানান, মানবতার পক্ষে তাদের এই প্রতিবাদ কর্মসূচি অব্যাহত থাকবে এবং ফিলিস্তিনের স্বাধীনতার জন্য আন্তর্জাতিক পর্যায়ে সোচ্চার ভূমিকা রাখার আহ্বান জানানো হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট