1. shahinsalman99@gmail.com : দৈনিক আজকের জনতার কথা : দৈনিক আজকের জনতার কথা
  2. info@www.dainikajkerjanatarkotha.online : দৈনিক আজকের জনতার কথা :
শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম :
.পি আর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা ও মহানগর শাখার বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত। মাগুরা শ্রীপুরে শান্তিপূর্ণ দুর্গাপূজা উদযাপনে সেনা কর্মকর্তার সাথে মতবিনিময়। ইসলামী আন্দোলন বাংলাদেশ চান্দিনা উপজেলা শাখার আওতাধীন এতবারপুর ইউনিয়ন ১নং ওয়ার্ড শাখার ওয়ার্ড সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় খাদ্য ও নগদ অর্থ বিতরণ সৌদি আরব-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি : আঞ্চলিক নিরাপত্তায় নতুন অধ্যায় মাগুরাতে জুলাই হত্যা মামলার আসামিদেরকে প্রত্যায়ন দিয়ে জামায়াতের জেলা আমির এর বানিজ্য। নিজস্ব প্রতিবেদকঃ ময়মনসিংহ বিসিএস এর প্রার্থীরা পরীক্ষায় অংশ গ্রহন মাগুরাতে জুলাই হত্যা মামলার আসামিদেরকে প্রত্যায়ন দিয়ে জামায়াতের জেলা আমির এর বানিজ্য। মনোসত্য. সমাজকর্মী ও রাজনৈতিক ব্যক্তিত্ব জেসমিন রহমান স্মৃতি

কুমিল্লার চান্দিনায় বিএনপি ও এল ডি পি দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন

বিশেষ প্রতিনিধি :কুমিল্লা :এ কে এম আজাদ মো: হাসান
  • প্রকাশিত: শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
  • ৭৭ বার পড়া হয়েছে

চান্দিনায় দুই দলের সংঘর্ষে আহত ১০

কুমিল্লায় বিএনপি ও এল ডি পি দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন
বিশেষ প্রতিনিধি এ কে এম আজাদ মো: হাসান

কুমিল্লার চান্দিনায় বিএনপি ও এলডিপি দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।এতে বিএনপি সমর্থিত অন্তত ১০ জন আহত হয়েছে।গত শুক্রবার রাত ৮ থেকে ১০ টা পর্যন্ত পৌরসভার চান্দিয়ারা গ্রামে হোসেন মার্কেট এলাকায় দুই গ্রুপের মধ্যে তিন দফা সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন- বিএনপি সমর্থিত রাজু আহমেদ(৩৫),আমির হোসেন(৬২),নাদিয়া আক্তার (২৪),কামাল সরকার(৫০),শামীম আহমেদ(৩৮),স্বপন আহমেদ (৩৬),বাবুল হোসেন(৪০),শাহীন আহমেদ(২৮),সজিব আহমেদ(৩০),পিয়াস আহমেদ(২৫),মফিজুল ইসলাম (৫০)।

এদিকে এ ঘটনায় ভুক্তভোগী রাজু আহমেদের মা নুরজাহান বেগম বাদী হয়ে চান্দিয়ারা গ্রামের এলডিপি নেতা আশাদুজ্জামান দুলালসহ ১০ জনের নাম উল্লেখ করে চান্দিনা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

নুরজাহান বেগম ও অভিযোগ সুত্রে জানা যায় ,আসাদুজ্জামান দুলাল নিজেকে এলডিপি নেতা হিসেবে পরিচয় দিয়ে দীর্ঘদিন বিএনপির কেন্দ্রীয় নেতা ও চান্দিনা উপজেলা বিএনপির সভাপতি আতিকুল আলম শাওনসহ তার পরিবারের লোকজন কে আপত্তিকর ভাষায় গালমন্দ করে আসছে।এর প্রতিবাদ করায় তাদের ওপর হামলা করেছেন প্রতিপক্ষের লোকজন। হামলাকারীরা এলডিপি নেতা দুলালের অনুসারী বলে তারা অভিযোগ করেন। হামলার সময় সন্ত্রাসীরা একটি স্বর্ণের চেইন ছিনতাই করে নিয়ে যায় বলে ভুক্তভোগীরা অভিযোগ করেছেন।

এদিকে ভুক্তভোগী রাজু আহমেদ ও আমির হোসেন জানান, আমরা দীর্ঘদিন ধরে বিএনপি সমর্থন করে আসছি।আমাদের দেখলেই এলডিপি নেতা দুলাল প্রতিনিয়ত জিয়া পরিবার ও উপজেলা বিএনপি নেতাদের গালমন্দ করেন।আমরা প্রতিবাদ করলে তার শ্যালক স্বেচ্ছাসেবক লীগ নেতা মেহেদী হাসানসহ ১০-১২ জনের একটি গ্রুপ আমাদের উপর হামলা করে।রড,ছেনি ও দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে ও কুপিয়ে হত্যার চেষ্টা করে।

এদিকে অভিযুক্ত এলডিপি নেতা আশাদুজ্জামান দুলাল জানান, রাজু ও আমিরের পরিবারের সদস্যদের সাথে কথা কাটাকাটি হয়েছে।তাদের কে বা কারা মেরেছে আমার জানা নেই। জিয়া পরিবার কে গালমন্দের ঘটনা মিথ্যা ও সাজানো।উল্টো তারা আমার বাড়িতে হামলা করেছে।

চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদ উল ইসলাম জানান, এক পক্ষের অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট